News update
  • Central bank’s independence, reforms to tax laws urged     |     
  • 500 solar desalination plants for safe drinking water in coastal areas     |     
  • Four cops injured in attack during Durga Puja in Bagerhat     |     
  • 41 out of 64 districts saw killings during July Uprising: IO     |     

জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-09-30, 5:22pm

625aaeafb3bf632d3dcfde124fb2514c51301fcb6b661cc8-28ffd171fbba6d37a42b025ecba172111759231359.jpg




জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন চায় জামায়াতে ইসলামী। দাবি আদায়ে রাজপথে আন্দোলন করতে তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার দলের পক্ষে এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনদিনের কর্মসূচি হলো: ১ অক্টোবর ৯ অক্টোবর থেকে গণসংযোগ, ১০ অক্টোবর ঢাকাসহ বিভাগীয় শহরে গণ মিছিল এবং ১২ অক্টোবর জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি প্রদান।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণের দাবি মেনে নিয়ে জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করতে হবে। তা না হলে দেশের জনগণ রাজপথে আন্দোলন চলমান রাখতে বাধ্য হবে।