News update
  • France to Break Away from UK & US in Recognising Palestine as Nation State     |     
  • Storm Alert Issued for Dhaka and Eight Other Regions     |     
  • 58 killed in deadliest US strike on Yemen     |     
  • BNP Opposes Reforms to Constitution’s Core Principles      |     
  • Time to Repair Bangladesh–Pakistan Ties     |     

জাতীয় প্রেস ক্লাবের উদ্যোগে ডেন্টাল ক্যাম্প ও কর্মশালা অনুষ্ঠিত

শল্যচিকিৎসা 2025-01-20, 12:03am

a-dental-camp-and-workshop-was-held-at-the-national-press-club-on-sunday-b5c477a8185b28842c846ed067d4c7f61737309811.jpg

A dental camp and workshop was held at the National Press Club on Sunday.



জাতীয় প্রেস ক্লাব সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের জন্য ফ্রি ডেন্টাল ক্যাম্প ও কর্মশালার অনুষ্ঠিত হয়েছে। ডেন্টাল ক্যাম্পে ক্লাবের প্রায় তিনশ’ সদস্য দাঁতের চিকিৎসা সেবা গ্রহণ করেন। তাদের মধ্যে বিনামূল্যে টুথপেস্ট এবং টুথ ব্রাশও বিতরণ করা হয়। আজ (রবিবার) ১৯ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে দিনব্যাপী এই ডেন্টাল ক্যাম্পের উদ্বোধন করেন ক্লাবের সভাপতি হাসান হাফিজ।

বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া, স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক একেএম মহসীন। উপস্থিত ছিলেন ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, শাহনাজ বেগম পলি ও মোহাম্মদ মোমিন হোসেন।

প্রেস ক্লাব সদস্য একেএম রাশেদ শাহরিয়ারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মির্জা ডেন্টালের স্বত্বাধিকারী ডা. মির্জা মহিবুল হাসান, মেডিপ্লাসের ব্র্যান্ড ম্যানেজার নারায়ন সরকার। ডেন্টাল ক্যাম্প আয়োজনে সহায়তা করেছে ডা. মির্জাস ডেন্টাল কেয়ার এবং মেডিপ্লাস।

অনুষ্ঠানে মির্জাস ডেন্টাল কেয়ার জাতীয় প্রেস ক্লাব সদস্যদের জন্য সবরকম চিকিৎসা সেবায় ৫০ শতাংশ ছাড় দেয়ার ঘোষণা দিয়েছে। - প্রেস বিজ্ঞপ্তি