News update
  • Israel Commits 3,496 Crimes, Killing, Injuring 2,652 Palestinians in 7 Days     |     
  • 50 years of CITES: Shielding wildlife from trade-driven extinction     |     
  • Tarique warns PR system could divide nation, calls for unity     |     
  • FFD4 Must Deliver for the World’s Most Vulnerable Nations     |     
  • Observe July Uprising Annually to Guard Against Autocracy     |     

এমপিওভুক্ত হচ্ছেন সাড়ে ৬ হাজার শিক্ষক-কর্মচারী

গ্রীণওয়াচ ডেস্ক শিক্ষকতা 2023-05-21, 10:22am

resize-350x230x0x0-image-224144-1684636415-1-d5a8bc1c136e428ff21473ab68f7baab1684642934.jpg




বেসরকারি স্কুল-কলেজে নতুন নিয়োগ পাওয়া ৬ হাজার ৫১৩ শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে ১০ হাজার ৩৭ শিক্ষক-কর্মচারীকে উচ্চতর স্কেল ও ২১৮ জন স্কুলশিক্ষককে বিএড স্কেল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এমপিও কমিটি।

মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।

কর্মকর্তারা জানান, স্কুলের ৪ হাজার ৩০২ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৩২২, চট্টগ্রামের ৬৫০, কুমিল্লার ৪০৫, ঢাকার ৪০০, খুলনার ৯৩৮, ময়মনসিংহের ৩৯৯, রাজশাহীর ৪৭৭, রংপুরের ৪৪৫ এবং সিলেটের ২৬৬ জন রয়েছেন। অপরদিকে, কলেজের ২ হাজার ২১১ জন শিক্ষক-কর্মচারীদের মধ্যে বরিশাল অঞ্চলের ২৭২, চট্টগ্রামের ১৩৫, কুমিল্লার ১৯৪, ঢাকার ১৯৬, খুলনার ৩৬০, ময়মনসিংহের ৪৮৯, রাজশাহীর ১৫৬, রংপুরের ২৭২ এবং সিলেট অঞ্চলের ১৩৭ জন রয়েছেন।

গত কয়েক মাসে বিধান মতো নিয়োগ পাওয়া প্রতিষ্ঠানপ্রধান ও কর্মচারীরাও এমপিওভুক্তির জন্য অনলাইনে আবেদন করেছিলেন। মে মাসের আবেদন নিষ্পত্তি করে এসব শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে এমপিও কমিটি।

বিভিন্ন বেসরকারি স্কুল-কলেজের ১০ হাজার ৩৭ জন শিক্ষক-কর্মচারীকে উচ্চতর গ্রেড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এমপিও কমিটি। এদের মধ্যে স্কুলের ৯ হাজার ৩০৪ এবং কলেজের ৭৩৩ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। তথ্য সূত্র আরটিভি নিউজ।