News update
  • 8 Islamic parties want referendum before polls, neutral admin     |     
  • Stocks sink on week’s last trading day; DSEX plunges 122 points     |     
  • Former Sramik Dal leader shot dead in Chattogram     |     
  • Trump Ends Historic US Shutdown After 43-Day Standoff     |     
  • Dhaka’s air quality ‘very unhealthy’ on Friday morning     |     

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

গ্রীণওয়াচ ডেক্স শিক্ষকতা 2024-01-01, 1:16pm

images-17-9696a6b9aa6c88bfc7b52f3935411d781704093404.jpeg




বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতন-ভাতার সরকারি অংশ (এমপিও) ছাড় করা হয়েছে।

সোমবার (১ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে, মাউশির আওতাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারীদের ২০২৩ সালের ডিসেম্বর মাসের বেতন-ভাতার সরকারি অংশ ছাড় করা হয়েছে। অনুদান বণ্টনকারী ৮টি চেক অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সােনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

আগামী ১০ জানুয়ারি পর্যন্ত শিক্ষক কর্মচারীরা সংশ্লিষ্ট শাখা ব্যাংক থেকে ডিসেম্বর মাসের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।

প্রতিষ্ঠান প্রধানদের ওয়েবসাইট (emis.gov.bd) থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর শিট ডাউনলোড করতে বলা হয়েছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।