News update
  • State mourning begins, state funeral for Khaleda Zia at 2 pm     |     
  • Kamal Hossain: Khaleda Zia was ‘a patriot and democratic guardian'     |     
  • High medicine prices threaten healthcare of poor communities     |     
  • Curtain falls on a political giant as Khaleda Zia passes into history     |     

আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে শুরু হলো ‘বপন’ – শীর্ষক মাল্টিডিসিপ্লিনারি যৌথ প্রদর্শনী

গ্রীণওয়াচ ডেস্ক শিল্প-কারুশিল্প 2024-06-08, 10:44am

uuuyuuoiuiooi-57bbca90e3397f7559d7c860df9242711717821895.jpg




আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে শুরু হলো ‘বপন’ – শীর্ষক মাল্টিডিসিপ্লিনারি যৌথ প্রদর্শনী। উত্তরকল্প ও আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা আয়োজিত এই প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীরা হলেন আনিকা তাসনিম, বিপাশা হায়াত, জাফরিন গুলশান, গোলাম ফারুক সরকার, খন্দকার নাসির আহমেদ ও সুমনা আখতার।

শুক্রবার, ৭ জুন সন্ধ্যায় প্রদর্শনীর উদ্বোধনী আয়োজনে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন ও বেঙ্গল ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের সদস্য ও মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।

প্রদর্শনীটি কিউরেট করেছেন গোলাম ফারুক সরকার।

প্রদর্শনী প্রসঙ্গে : 

বাংলাদেশের মূল জনগোষ্ঠীর প্রায় অর্ধেক যে কৃষি পেশায় নিয়োজিত, যারা সমগ্র জনগোষ্ঠীর খাদ্য যোগানোর ভার বহন করেন, এই প্রদর্শনী সেই কৃষক ও কৃষির মূল্যায়ন সম্পর্কে জনসচেতনতা আহবান করে; অন্বেষণ করে এর অন্তর্গত নানান স্তর। দর্শন, অনুভূতি ও কলা প্রক্রিয়ার মাধ্যমে প্রচলিত ব্যবস্থাপনার গভীরে আলোকপাত করে পুনরায় সংলাপের সূত্রপাত করতে শিল্পীদের এই সম্মিলিত সৃষ্টিশীল প্রয়াস। কাপড়, জুট, আলোকচিত্র, পেইন্টিং, বেত পণ্য, জলরং, ধান সহ আরও অনেক মিশ্র উপাদান দিয়ে সাজানো এই বহুমাত্রিক প্রদর্শনীতে থাকছে প্রায় ৫০ টি কাজ। বিভিন্ন প্রকাশ রূপ ও মাধমের ভিন্ন ব্যাকরণ এই প্রদর্শনীর বিষয় বস্তুতে নতুন মাত্রা যোগ করে দর্শক মহলে সঠিক বার্তা পৌঁছে দেবে বলে আশা করা যায় ।

প্রদর্শনী চলবে শনিবার ১৫ জুন ২০২৪ দুপুর ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত, রোববার সাপ্তাহিক বন্ধ। সবার জন্য উন্মুক্ত।