Shesh Shanglap being screened.
নিজস্ব প্রতিবেদক
ঢাকার অন্যতম প্রধান নাট্যদল ‘সময়’ প্রযোজিত মঞ্চনাটক ‘শেষ সংলাপ’ এ অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন পাভেল ইসলাম। ‘টেজাব এক্সিলেন্ট অ্যাওয়ার্ড ২০২৫’-এ এই পুরস্কার পান তিনি।
টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেজাব) ও উইমেন অ্যান্ড চাইল্ড স্কিল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (ডব্লিউসিএসডিএফ) যৌথ উদ্যোগে গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিচারপতি সিকদার মকবুল হক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. হামিদা খানম, সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা, আইনজীবী মো. শাহজাহান সাজু, গণমাধ্যম ব্যক্তিত্ব তাশিক আহমেদ, সাংবাদিক সালাম মাহমুদ ও বাদল আহমেদ।
প্রসঙ্গত এপাড় বাংলা এবং ওপাড় বাংলায় বহুল প্রশংসিত ‘শেষ সংলাপ’ নাটকটি মিশরের নাট্যকার তাওফিক-আল-হাকিমের ‘সুলতানুজ জান্নাম’ অবলম্বনে নির্মিত, যার অনুবাদ করেছেন ড. সৈয়দ জামিল আহমেদ ও ম. সাইফুল আলম চৌধুরী।
নাটকটির নির্দেশনা দিয়েছেন সময়’র দলপ্রধান আকতারুজ্জামান। ২০১০ সাল থেকে মঞ্চস্ত হয়ে আসছে ‘শেষ সংলাপ’। গত দেড় দশকে এ নাটকের ৮০টির মতো প্রদর্শনী হয়েছে।
সময় প্রযোজিত ‘ভাগের মানুষ’সহ দর্শক নন্দিত আরও বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন তিনি।
উল্লেখ্য পাভেল ইসলাম ১৯৯৪ সাল থেকে থিয়েটারের সঙ্গে যুক্ত। তিনি জেন্টেলম্যান রেপার্টরী থিয়েটার ও ড্রামা সার্কেলের হয়েও কাজ করেছেন। গত প্রায় তিন দশক ‘সময়’ নাট্যদলের সঙ্গে যুক্ত আছেন তিনি।
থিয়েটারের পাশাপাশি পাভেল টেলিভিশন, চলচ্চিত্র ও বিজ্ঞাপনেও অভিনয় করছেন। বর্তমানে তিনি এনটিভির অনুষ্ঠান বিভাগের ব্যবস্থাপক (অনুষ্ঠান ও যোগাযোগ) হিসেবে দায়িত্ব পালন করছেন।
পাভেল ইসলামের লেখা টেলিছবি ‘ঝরা পাতায় দ্রষ্টব্য’ ও নাটক ‘প্রেম বলে কিছু নেই’ প্রচার হয়েছে। শিগগিরই এনটিভিতে প্রচারিত হবে তার লেখা ও অভিনীত নাটক ‘কেউ তো জানে’। এছাড়া তিনি সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত ‘ভাসানী’ ও তারেক রহমান পরিচালিত ‘ফারজানা’ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। - প্রেস বিজ্ঞপ্তি