News update
  • Expanding Bangladesh-Afghanistan Trade Prospects     |     
  • End misuse of police, ensure pol neutrality: Noted Citizens     |     
  • Decision on corridor must come from Parliament: Tarique     |     
  • Two teens killed in landslide while playing football in Ctg     |     
  • BUET team awarded for early breast cancer screening system     |     

জুলাই বিপ্লবে রাজনৈতিক নেতৃত্বই পুলিশকে অতিরিক্ত বলপ্রয়োগের নির্দেশ দিয়েছিল: এইচআরডব্লিউ

গ্রীণওয়াচ ডেস্ক সংগঠন সংবাদ 2025-01-31, 11:23pm

c71672e02dbdba0f8a69a58fcd89bc127396cdfbf09e26b0-1-0a488d01da0f12b4049717d9d5abdd241738344200.jpg




ছাত্র-জনতার আন্দোলনে রাজনৈতিক নেতৃত্বই পুলিশকে অতিরিক্ত বলপ্রয়োগের নির্দেশ দিয়েছিল বলে জানিয়েছে বিশ্বের অন্যতম স্বনামধন্য মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

সম্প্রতি প্রকাশিত এইচআরডব্লিউর একটি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সংস্থাটির এশিয়া অঞ্চলের পরিচালক ইলেন পিয়ারসনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ৫০ পৃষ্ঠার এই প্রতিবেদনটি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করে।

প্রতিবেদনে বলা হয়, ‘আন্দোলন চলাকালে পুলিশ কর্মকর্তারা প্রাণঘাতী বলপ্রয়োগের জন্য বারবার সরাসরি ও প্রচ্ছন্ন নির্দেশ পেয়েছিলেন। অনেক পুলিশ কর্মকর্তা বলেছেন, আন্দোলনের সময় অতিরিক্ত বলপ্রয়োগের নির্দেশ তারা রাজনৈতিক নেতৃত্ব থেকে পেয়েছেন।’

এইচআরডব্লিউর সঙ্গে এক সাক্ষাৎকারে একজন পুলিশ কর্মকর্তা বলেন, ‘ওই অস্থিরতার সময় পুলিশের ভূমিকা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের থেকে বেশি নির্ধারিত হচ্ছিল রাজনৈতিক নেতাদের দ্বারা।’

আরেকজন পুলিশ কর্মকর্তা বলেন, ‘আশপাশের বাড়ি থেকে যারা আন্দোলন দেখছিলেন, তাদের ওপরও গুলি চালাতে নির্দেশ দেয়া হয়েছিল। মূল উদ্দেশ্য ছিল আতঙ্ক সৃষ্টি করা এবং মানুষকে বুঝিয়ে দেয়া যেন তারা দেখার চেষ্টা না করে।’

এক কর্মকর্তা জানান, ঢাকা মহানগর পুলিশের সদর দফতরের সিনিয়র কর্মকর্তারা সরাসরি সিসিটিভি ফুটেজ দেখে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের ভিডিও গেমের মতো গুলি চালানোর নির্দেশ দিচ্ছিলেন। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমানকে এ নির্দেশ দেন, যিনি পরে ডেপুটি কমিশনারদের নির্দেশ দেন।

প্রসঙ্গত, একটি ভিডিও ফুটেজে দেখা যায়, আগস্টে একজন পুলিশ কর্মকর্তা আন্দোলনকারীদের সহিংসতা ঠেকানো প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছিলেন, গুলি করি, মরে একটা। আহত হয় একটা। একটাই যায়, স্যার। বাকিডি যায় না। এইডা হইল স্যার সবচেয়ে বড় আতঙ্কের।’ সময়