News update
  • Power generation at Payra Thermal Power Plant 1st unit starts after a month     |     
  • Irregularities, injustice will no longer be accepted in politics: Jamaat Ameer     |     
  • 2 arrested in Jhenaidah for allegedly selling madrasa student     |     
  • Koko’s wife campaigns for Tarique in Dhaka-17     |     
  • Bangladeshi Expats Cast 4.58 Lakh Postal Votes     |     

ঝিকুট ফাউন্ডেশনের নতুন কেন্দ্রীয় পরিষদ ঘোষণা

সংগঠন সংবাদ 2025-09-02, 9:06pm

sayedul-bashar-president-shahidul-hasan-shaon-general-secretary-c1d9b636b84b93df25a413034694ffe61756825584.png

Sayedul Bashar, President, Shahidul Hasan Shaon, General Secretary.



নিজস্ব প্রতিবেদক: ব্যতিক্রমী সংগঠন ঝিকুট ফাউন্ডেশন এর নতুন কেন্দ্রীয় পরিষদ গঠন করা হয়েছে। ২০২৫-২৭ সেশনের জন্য সভাপতি হিসেবে সাইয়্যেদুল বাশার ও সাধারণ সম্পাদক হিসেবে শাহিদুল হাসান শাওন নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ঝিকুট ফাউন্ডেশনের অফিসিয়াল প্যাডে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। এতে স্বাক্ষর করেন ঝিকুট ফাউন্ডেশনের প্রধান নির্বাচন কমিশনার মাসিক বিক্রমপুরের সম্পাদক সৈয়দ মাহমুদ হাসান মুকুট।

২ বছর মেয়াদি ২১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় পরিষদের অন্য সদস্যদের মধ্যে সহ সভাপতি ফাহাদ, সহ সভাপতি দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক এড. মো. নয়ন মিয়া, অর্থ সম্পাদক আতিকুর রহমান নয়ন, সাংগঠনিক সম্পাদক শোভন সারোয়ার, শিক্ষা, গবেষণা, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক নাজির আহমাদ মিয়াজী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শেখ রুপু, আইন ও মানবাধিকার সম্পাদক এডভোকেট রাকিব হাসান জিসান, অফিস ও প্রচার সম্পাদক, যুব, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. নাজমুল আলম বেপারী, শিশু ও নারী বিষয়ক সম্পাদক পূজা দেবনাথ, শিল্প ও সাহিত্য সম্পাদক ত্বাইরান আবির, অফিস সম্পাদক আসিফ বাঁধন, ত্রাণ, দুর্যোগ, স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক ডা. শিউলি আক্তার, স্কুল ও পরিবেশ বিষয়ক সম্পাদক, নির্বাহী সদস্য রমজান মাহমুদ, মো. ইকরামুল হাসান, মাহমুদা খাতুন বাবলি প্রমুখ নির্বাচিত হন।

ঝিকুট ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন নতুন পরিষদ সম্পর্কে বলেন, “সৃজনশীল উদ্যোগের জন্য ঝিকুট ফাউন্ডেশন একটি অনন্য সংগঠন। শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি নিয়ে এভাবে আর কোনো সংগঠন এ এলাকায় কাজ করছে না। নতুন কেন্দ্রীয় পরিষদ গঠন করতে পেরে আমরা আনন্দিত।”

ঝিকুট ফাউন্ডেশন সাধারণ পরিষদের সভাপতি ও জাতিসংঘের আইসিটি কর্মকর্তা (অব.) নজরুল ইসলাম জানান, “একতা, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজকল্যাণ” মূলমন্ত্র এবং “পরিবর্তমান পদযাত্রা” স্লোগান নিয়ে ২০২০ সালের ২০ সেপ্টেম্বর আশরাফ ইকবালের উদ্যোগে ঝিকুট ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। এরপর আমরা প্রথমবারের মতো উৎসবমুখর পরিবেশে ১ সেপ্টেম্বর ২০২৩ সালে প্রথম কেন্দ্রীয় পরিষদ গঠনের মাধ্যমে জোড়ালোভাবে কার্যক্রম শুরু করি। তারই ধারাবাহিতকতায় আজ ২য় কেন্দ্রীয় পরিষদ গঠন করা হলো। নির্বাচিত সকল সদস্যকে অভিনন্দন।

ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আশরাফ ইকবাল বলেন, নতুন কেন্দ্রীয় পরিষদের দায়িত্বিশীলদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি ঝিকুট ফাউন্ডেশনের কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে এ পরিষদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। - প্রেস বিজ্ঞপ্তি