News update
  • Eminent Lalon singer Farida Parveen passes away     |     
  • Dr Yunus mourns Farida Parveen's death     |     
  • From DUCSU to JUCSU, Shibir Extends Its Winning Streak     |     
  • Dhaka's air quality in 'moderate' range on Saturday morning     |     
  • Deadly Floods Displace Over 100,000 in South Sudan     |     

তাইওয়ানের চারদিকের সমুদ্র ও আকাশ সীমায় সামরিক মহড়া সমাপ্তির ঘোষণা দিয়েছে চীন

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2022-08-12, 10:33am




চীন বলছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যানসি পেলোসির তাইওয়ান সফরের পর তাইওয়ানের চারপাশে শুরু হওয়া তাদের সামরিক মহড়া চীন শেষ করেছে।

পূর্ব চীন সাগরের দায়িত্ব-প্রাপ্ত সামরিক বাহিনীর পূর্বাঞ্চলীয় মঞ্চের কমান্ড এই ঘোষণা দেয়।

কমান্ড বলছে তাইওয়ানের চারপাশের সমুদ্র ও আকাশ সীমায় চালানো বেশ কয়েকটি যৌথ সামরিক অভিযান বিভিন্ন দায়িত্ব সাফল্যের সাথে শেষ করেছে এবং সৈন্যদের সমন্বিত যুদ্ধ সামর্থ্য কার্যকরভাবে পরীক্ষা করে দেখেছে।

তবে সামরিক কমান্ড আরও বলছে তাইওয়ান প্রণালীতে পরিস্থিতি বদল হওয়ার উপর ঘনিষ্ঠ নজর তারা রেখে যাবে। কমান্ড আরও উল্লেখ করে যে জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার চেষ্টায় প্রণালী বরাবর প্রশিক্ষণ ও নিয়মিত যুদ্ধ প্রস্তুতি টহল তারা অব্যাহত রাখবে।

চীনের সামরিক বাহিনী এর আগে রবিবার পর্যন্ত মহড়া চালানো হবে বলে ঘোষণা করলেও কার্যত তারা সোম ও মঙ্গলবার পর্যন্ত তা অব্যাহত রাখে। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।