News update
  • Khaleda Zia’s Mausoleum Opens to Public at Zia Udyan     |     
  • Bangladesh cuts fuel prices by Tk 2 a litre at start of 2026     |     
  • Stocks advance at DSE, CSE in early trading     |     
  • In grief, Tarique Rahman finds family in the nation     |     

বুরকিনা ফাসোতে ত্রাণবাহী গাড়িবহরে জঙ্গি হামলা; ১১ জন নিহত

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2022-09-29, 9:08am




বুরকিনা ফাসো বলছে, একটি ত্রাণবাহী গাড়িবহরে ইসলামপন্থী জঙ্গিদের হামলায় ১১ জন সেনা নিহত এবং কয়েক ডজন বেসামরিক মানুষ নিখোঁজ হয়েছে।

মঙ্গলবার বুরকিনা ফাসো সরকার বলেছে, সশস্ত্র যোদ্ধারা উত্তরাঞ্চলীয় শহর জিবোতে সামরিক সুরক্ষায় ত্রাণ বহনকারী ১৫০টি গাড়ির বহরে অতর্কিত হামলা চালায়।

এতে বলা হয়, অন্তত ১১ জন সেনা নিহত হয়েছে এবং ৫০ জনেরও বেশি বেসামরিক মানুষ নিখোঁজ রয়েছে।

সরকার বলেছে, ঘটনাটি সোমবার উত্তর প্রদেশের সাউমের গাসকিন্দে ঘটেছে। সেখানে ২০১৫ সাল থেকে আল-কায়েদা এবং ইসলামিক স্টেটের সাথে সম্পৃক্ত সশস্ত্র সংগঠনগুলো বিশাল এলাকা দখল করে আছে।

সরকারের মুখপাত্র লিওনেল বিলগো এই ঘটনাকে ‘কাপুরুষতা ও বর্বর’ বলে অভিহিত করেছেন।

ফরাসি বার্তা সংস্থা এএফপি অনুসারে, মৃতের সংখ্যা ৬০-এ পৌঁছাতে পারে। একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে তারা বলেছিল যে, “আদতে পুরো বহর পুড়ে গেছে।”

আক্রমণটি সম্ভবত জিবোতে খাদ্য এবং জ্বালানির মতো মৌলিক সরবরাহের ঘাটতিকে বাড়িয়ে তুলবে। অঞ্চলটিকে কয়েক মাস ধরে জঙ্গিরা কার্যত অবরোধ করে রেখেছে।

এটি বুরকিনা ফাসো সম্পর্কে উদ্বেগ বৃদ্ধি করতে পারে। সেখানে ক্রমবর্ধমান সংঘাত এবং জলবায়ু পরিবর্তনের কারণে প্রায় ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।