News update
  • US May Ease Tariffs Further as Trade Gap Narrows     |     
  • Arab-Islamic summit over Israeli strike on Doha Monday     |     
  • NASA Rover Uncovers Strongest Hint of Ancient Life on Mars     |     
  • Eminent Lalon singer Farida Parveen passes away     |     
  • Dr Yunus mourns Farida Parveen's death     |     

ইসরাইল হামাস যুদ্ধে ৫০ জনেরও বেশি সাংবাদিক নিহত

গ্রীণওয়াচ ডেক্স সংঘাত 2023-11-23, 8:18am

01000000-c0a8-0242-5f41-08dbeb87dc31_w408_r1_s-ccd435596726e18897d728f569bb4f0e1700705880.jpg




এই সপ্তাহে দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত দুই সাংবাদিকের প্রতি শ্রদ্ধা জানাতে বৈরুতে বুধবার শত শত শোকার্ত মানুষ জড়ো হয়েছিল। ফারাহ ওমর এবং রাবিহ আল-মামারি, যারা লেবাননের সম্প্রচারক আল-মায়াদিনে কাজ করতেন তারা ৭ অক্টোবর হামাসের সন্ত্রাসী হামলার বিরুদ্ধে ইসরাইলের পাল্টা আক্রমণে এই অঞ্চলে নিহত হন ৫০ জনেরও বেশি সাংবাদিক । তাঁদের মধ্যে রয়েছেন এই দু ‘জনও।

৭ অক্টোবর হামাস জঙ্গিরা দক্ষিণ ইসরাইলে প্রবেশ করার পর ইসরাইল হামাসকে নিশ্চিহ্ন করার জন্য তার সামরিক অভিযান শুরু করে। ইসরাইল বলেছে যে সন্ত্রাসী হামলায় ১২০০ লোক নিহত হয়েছে এবং প্রায় ২৪০ জন বন্দী হয়েছে। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, গাজা উপত্যকায় ইসরাইলের সামরিক অভিযানে অন্তত ৫,০০০ শিশুসহ ১২,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট বা সিপিজে অনুসারে বুধবার পর্যন্ত কমপক্ষে ৫৩ জন সাংবাদিক নিহত হয়েছেন।

নিউইয়র্ক ভিত্তিক অলাভজনক সংস্থা সিপিজে জানিয়েছে নিহতদের মধ্যে ৪৬ জন ফিলিস্তিনি, চারজন ইসরাইলি এবং তিনজন লেবাননী রয়েছেন । ১৯৯২ সালে মিডিয়াতে মৃত্যুর ঘটনা নথিভুক্ত করা শুরু করার পর থেকে যুদ্ধের প্রথম মাসটিকে সাংবাদিকদের জন্য সবচেয়ে প্রাণঘাতী হিসাবে বর্ণনা করেছে। ভয়েস অফ আমেরিকা বাংলা।