News update
  • BSEC Chairman’s resignation urged to stabilise stock market     |     
  • Rain, thundershowers likely over 8 divisions: BMD     |     
  • First freight train leaves Mongla carrying molasses     |     
  • 2 dead, six hurt in Sherpur micro-autorickshaw-motorbike crash     |     
  • One killed over loud music row at wedding party in Natore     |     

ইরানের রিভ্যুলিউশানারি গার্ড সশস্ত্র গোষ্ঠীকে ছিন্ন-বিচ্ছিন্ন করেছে

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2024-07-10, 1:06pm

rtewtwetw-104f576581c65cc57f24df3517cd92121720595184.jpg




ইরানের ক্ষমতাশালী রিভ্যুলিউশানারি গার্ড বাহিনী দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে সশস্ত্র দস্যুদলকে ছিন্ন-বিচ্ছিন্ন করেছে বলে সে দেশের রাষ্ট্রীয় টিভিতে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে রিভ্যুলিউশানারি গার্ডের স্থলবাহিনী যারা পশ্চিম আজারবাইজান প্রদেশে আইআরজিসি নামে পরিচিত বিদ্রোহী বিরোধী একটি সন্ত্রাসী দলকে ছিন্নভিন্ন করে দিয়েছে। তারা উত্তর পশ্চিমাঞ্চলের সীমান্ত এলাকা থেকে ইরানে প্রবেশর পরিকল্পনা করছিল।

ঐ দলের বহু সদস্যই এই অভিযানে হতাহত হয়েছে এবং গার্ড তাদের সাজসরঞ্জাম আটক করেছে বলে রাষ্ট্রীয় টেলিভিশন জানায়।

রিভ্যুলিউশানারি গার্ড সতর্ক করে দিয়েছে যে ইরানের নিরাপত্তা ও আন্তর্জতিক অখন্ডতার বিরুদ্ধে যে কোন তৎপরতার মোকাবিলা করা হবে কঠোর হস্তে ।

টেলিভিশনের প্রতিবেদনে এই অভিযানের সঠিক স্থান সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।

তুরস্ক ও ইরান – এ দু’টি দেশের সঙ্গে এই প্রদেশটির সীমান্ত রয়েছে। তুরস্কের সঙ্গে সীমান্তটি ৫৫০ কিলোমিটার দীর্ঘ।

এই অঞ্চলে মাঝে মাঝে ইরানি বাহিনীর সঙ্গে কুর্দি বিচ্ছিন্নতাবাদিদের এবং উগ্রবাদী ইসলামিক স্টেট গ্রুপের সঙ্গে সম্পৃক্ত জঙ্গিদের লড়াই হয়ে থাকে।

২০২২ সালে ইরানের গোয়েন্দা বাহিনী ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত সব চেয়ে বড় নেটওয়ার্ককে বিচ্ছিন্ন করে দেয় কারণ ইরানের অভিযোগ তারা সে দেশে অন্তর্ঘাতমূলক কাজের জন্য গুন্ডাদের ভাড়া করতো। ভয়েস অফ আমেরিকা