News update
  • UN Report Calls for New Thinking to Secure a Sustainable Future     |     
  • BNP moves to finalise seat sharing as alliance friction grows     |     
  • BNP plans universal 'Family Card' for all women: Tarique Rahman     |     
  • Tangail saree weaving gets recognition as intangible cultural heritage     |     
  • Chuadanga farmers thrive as cauliflower yields hit new high     |     

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে তিন পুলিশ নিহত

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2025-09-18, 9:38am

56aba442c9e7695b7c63db77d882d80b3ecdea78e257a52d-a12b9c12d15d00fc18f2eccd69cd9a711758166737.jpg




যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া রাজ্যে গুলিতে তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। খবর এনপিআর।

স্থানীয় সময় বুধবার (১৭ সেপ্টেম্বর) পেনসিলভানিয়ার দক্ষিণাঞ্চলে ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস এলাকায় এই গুলির ঘটনা ঘটে।

স্থানীয় সময় বুধবার (১৭ সেপ্টেম্বর) পেনসিলভানিয়ার দক্ষিণাঞ্চলে ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস এলাকায় এই গুলির ঘটনা ঘটে।

প্রতিবেদন মতে, স্থানীয় সময় বুধবার (১৭ সেপ্টেম্বর) পেনসিলভানিয়ার দক্ষিণাঞ্চলে ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস এলাকায় এই গুলির ঘটনা ঘটে। 

পেনসিলভানিয়া রাজ্য পুলিশ কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান, এক সংবাদ সম্মেলনকালে পুলিশের ওপর গুলি চালানো হয়। এতে পাঁচ কর্মকর্তা গুলিবিদ্ধ হন। আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশের পাল্টা গুলিতে বন্দুকধারী গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন কর্নেল ক্রিস্টোফার প্যারিস। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা বিস্তারিত জানাননি তিনি। তিনি বলেন, তদন্ত চলমান রয়েছে। 

এই কর্মকর্তা আরও বলেন, ইয়র্ক জেলা অ্যাটর্নি বুধবার সন্ধ্যার পর আরও তথ্য প্রকাশ করবেন বলে আশা করা হচ্ছে। এদিকে পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তিনি বলেন, এটি কোডোরাস কাউন্টি এবং পেনসিলভানিয়া রাজ্যের জন্য ‘খুবই দুঃখজনক ও ধ্বংসাত্মক দিন’।

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি। তিনি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন। তিনি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।