News update
  • Dhaka set for most transparent election: Yunus tells global leaders     |     
  • Prof Yunus seeks WTO support for Dhaka’s smooth LDC graduation     |     
  • Smear campaigns being carried out to eliminate BNP: Rizvi     |     
  • Prof Yunus Urges Economy Focused on Social Good, not Wealth     |     
  • Dembele crowned king: PSG star wins Ballon d’Or     |     

খাইবার পাখতুনখোয়ায় ৮টি বোমা ফেলল পাকিস্তানি বিমান বাহিনী, নিহত ৩০

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2025-09-22, 10:00pm

rtertert-0d92f767aa1f729402b87b760e7133e81758556836.jpg

পাকিস্তানের যুদ্ধবিমানগুলো থেকে ৮টি এলএস-৬ বোমা নিক্ষেপ করলে হতাহতের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত



খাইবার পাখতুনখোয়া প্রদেশে পাকিস্তানি বিমান বাহিনীর বোমা হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ২টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

পাকিস্তানি যুদ্ধবিমানগুলো গ্রামটির ওপর টানা ৮টি এলএস-৬ বোমা নিক্ষেপ করে। এর ফলে ভয়াবহ হত্যাযজ্ঞ ঘটে। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, নিহতরা সবাই বেসামরিক নাগরিক।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এ ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন। তবে তাদের সঠিক অবস্থা জানা যায়নি।

এদিকে, হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) জঙ্গিরা এই হামলার লক্ষ্যবস্তু ছিল।

হামলার পর প্রকাশিত ভয়াবহ ছবি ও ভিডিওতে দেখা গেছে- শিশুসহ নিহতদের মৃতদেহ চারপাশে ছড়িয়ে আছে। উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের নিচে মৃতদেহ খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

খাইবার পখতুনখোয়ায় অতীতে বহু সন্ত্রাসবিরোধী অভিযান চালানো হয়েছে। সেখানে অসংখ্য বেসামরিক লোক প্রাণ হারিয়েছেন। এ বছরের জুনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে বলে, এ প্রদেশে বারবার চালানো ড্রোন হামলা পাকিস্তানের বেসামরিক জনগণের জীবনের প্রতি গভীর অবহেলার ইঙ্গিত দেয়।

খাইবার পাখতুনখোয়া পুলিশের মতে, এই বছরের জানুয়ারি থেকে আগস্টের মধ্যে প্রদেশে ৬০৫টি সন্ত্রাসী ঘটনা ঘটেছে, যেখানে কমপক্ষে ১৩৮ জন বেসামরিক নাগরিক এবং ৭৯ জন পাকিস্তানি পুলিশ সদস্য নিহত হয়েছেন। শুধুমাত্র আগস্ট মাসেই ১২৯টি ঘটনা রেকর্ড করা হয়েছে, যার মধ্যে ছয়জন পাকিস্তানি সেনা এবং আধাসামরিক ফেডারেল কনস্টেবলের সদস্য নিহত হয়েছেন।