News update
  • Khaleda now not fit for travelling: Medical Board     |     
  • Panchagarh records lowest temperature 10.5°C so far this year      |     
  • Christmas returns to Bethlehem after two years of Gaza war     |     
  • কলাপাড়া মুক্ত দিবসে এবার সাড়া নেই কার     |     
  • One killed, two injured in attack at Ctg meeting over marriage     |     

জম্মু-কাশ্মীরে থানায় শক্তিশালী বিস্ফোরণ, নিহত ৭

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2025-11-15, 8:22am

30d5d4e77ce6fd3ab9d6931578d63d37d441e7c1fdd016b0-43dfee25ef5a465c8f9f6a74c8d0d62f1763173357.jpg




ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের শ্রীনগরের একটি থানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ নভেম্বর) স্থানীয় সময় মধ্যরাতে নওগাম থানা চত্বরে এই বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৭ জন নিহত ও প্রায় ৩০ জন আহত হয়েছেন।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, আহতের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে কর্মকর্তারা আশঙ্কা করছেন।

সামজিক মাধ্যমে প্রকাশিত ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিস্ফোরণে থানার ভবনটি কেঁপে ওঠে, চারদিকে আগুন ও কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে।

কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ফরিদাবাদ থেকে উদ্ধার করা বিস্ফোরক সামগ্রী থানা চত্বরে পরীক্ষা-নিরীক্ষা করার সময় বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সম্প্রতি হরিয়ানার ফরিদাবাদ থেকে ‘হোয়াইট-কলার’ সন্ত্রাসী মডিউল মামলায় বাজেয়াপ্ত করা অ্যামোনিয়াম নাইট্রেটের একটি বড় ভান্ডার থানার ভেতরে সংরক্ষণ করা হয়েছিল। পুলিশ ও ফরেনসিক দল সেগুলো পরীক্ষা করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় থানা চত্বরে থাকা বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইন্ডিয়া টুডে বলছে, নিহতদের মরদেহ শ্রীনগরের পুলিশ কন্ট্রোল রুমে নেয়া হয়েছে। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়েছে কিনা, সেই জন্য এখনো উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।

তদন্তকারীরা জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থল থেকে প্রায় ৩০০ ফুট দূরেও মরদেহের অংশ পাওয়া গেছে।