News update
  • Prof Yunus Calls for People-Centered Democracy in Bangladesh     |     
  • Record 676 Million Women Exposed to Deadly Conflicts     |     
  • UN Renews Push for Global Elimination of Nuclear Arms     |     
  • Don't leave healthcare to profit-driven actors: Prof Yunus     |     
  • Key issues that Prof Yunus may raise in UNGA speech Friday     |     

বুসান উৎসবে ‘জুলাই মেমোরিয়াল প্রাইজ’ পেল কিরগিজ চলচ্চিত্র কুরাক

গ্রীণওয়াচ ডেস্ক সিনেমা 2025-09-26, 5:31pm

ertrewerw-6a4c2c1078a50eb14fb18bba764b49f21758886310.jpg




দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় চালু হওয়া জুলাই মেমোরিয়াল প্রাইজ পেয়েছে কিরগিজ চলচ্চিত্র ‘কুরাক’। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে ছবির পরিচালক এরকে ঝুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এ তথ্য নিশ্চিত করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

চলতি বছর থেকে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে পুরস্কারটি প্রবর্তন করা হয়েছে। সামাজিক ন্যায়বিচার, বাকস্বাধীনতা, নাগরিক অধিকার ও বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামকে প্রাধান্য দিয়ে প্রতিবছর এই পুরস্কার প্রদান করা হবে। পুরস্কারের অর্থমূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ওন।

পুরস্কারপ্রাপ্ত ছবি কুরাক শুরু হয় ২০২০ সালে বিশকেকের নারী বিক্ষোভের দৃশ্য দিয়ে। সেখানে পুলিশের গ্রেপ্তার ও পুরুষদের হামলায় ভেঙে যায় সমাবেশ। সেখান থেকে গল্প প্রবাহিত হয় দুই তরুণী—গোপনে ওয়েবক্যাম মডেল মীরিম ও সদ্য প্রেমে পড়া নারগিজার জীবনে। তাদের কাহিনির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে নারীর অধিকার আন্দোলন, পারফরম্যান্স আর্ট ও প্রদর্শনীর আর্কাইভ ফুটেজ।

কিরগিজ ভাষায় কুরাক শব্দের অর্থ প্যাচওয়ার্ক। নামের মতোই চলচ্চিত্রটি বিভিন্ন নারীর কণ্ঠস্বরকে একত্র করে নিপীড়নের দেয়াল ভেদ করে প্রতিরোধের আওয়াজ তোলে।আরটিভি