News update
  • BNP delegation meets ex-US assistant secretary Robert Destro     |     
  • Sheikh Hasina's incitement to blame for overall situation: Jamaat Ameer     |     
  • Brahmaputra ferry crisis deepens for poor navigability in Kurigram     |     
  • Sudha Sadan, Sheikh Hasina’s house, set afire in frenzy      |     
  • Dhanmondi 32 residence demolished with bulldozer     |     

‌‌এবার ‘ওস্তাদ জামশেদ’ হয়ে আসছেন অ্যালেন স্বপন

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2023-05-24, 11:32am

resize-350x230x0x0-image-224582-1684904418-10d4ee92c53bd06b9f1b707a0d8515c61684906339.jpg




সম্প্রতি ওটিটিতে মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ এ ইয়াবা ব্যবসায়ী হিসেবে অভিনয় করে তাক লাগিয়ে দেন নাসির উদ্দিন খান। এবার সেই ওয়েব সিরিজের অ্যালেন স্বপন বড় পর্দায় আসছেন ‘ওস্তাদ জামশেদ’ হয়ে।

এরইমধ্যে জামশেদের ক্যারেক্টার লুক পোস্টার প্রকাশিত হয়েছে। পোস্টারে জঙ্গলের ভেতর তানপুরা হাতে সঙ্গীতে মগ্ন অবস্থায় দেখা গেলো নাসির উদ্দিনকে।

এ বিষয়ে অভিনেতা নাসির উদ্দিন বলেন, ওস্তাদ জামশেদ চরিত্রে অভিনয় করতে গিয়ে আমার নতুন কিছু অভিজ্ঞতা হয়েছে। চরিত্রটির আনন্দ-বেদনায় ডুবে গিয়ে আমাকে অভিনয় করতে হয়েছে। জামশেদ চরিত্রের সঙ্গে অন্য চরিত্রগুলোর সম্পর্কের টানাপড়েন আমাকে অন্য জগতে নিয়ে গিয়েছিল। দর্শকরা আমাকে এই চরিত্রে এক অন্য আলোয় খুঁজে পাবেন।

এর আগে, চলতি বছরে ঈদুল ফিতরে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পায় ‌‘মাইশেলফ অ্যালেন স্বপন’। এতে মিথিলার বিপরীতে অভিনয় করেন নাসির উদ্দিন খান। ওয়েব সিরিজটিতে দুর্দান্ত পারফরমেন্স করে রীতিমতো তাক লাগিয়ে দেন এই অভিনেতা। তথ্য সূত্র আরটিভি নিউজ।