News update
  • $10mn Approved for Climate Resilience in CHT: ICIMOD     |     
  • At least 143 dead in DR Congo river boat fire tragedy     |     
  • Dhaka has worst air pollution in the world Saturday morning     |     
  • Container ships to ply between Mongla and Chattogram ports     |     
  • France to Break Away from UK & US in Recognising Palestine as Nation State     |     

অনন্ত-রাধিকার এবারের আসরেও থাকছে চোখ ধাঁধানো চমক!

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2024-05-27, 10:16pm

fdhhfggfh-4008f591f727a604e47b55026babce811716826593.jpg

অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের দ্বিতীয় প্রি-ওয়েডিংয়ের অনুষ্ঠান উদযাপন করতে ইতালিতে যাচ্ছেন। ছবি: সংগৃহীত



বিশ্বকে অবাক করে দিয়েছিল অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রথম প্রি ওয়েডিং উৎসব। বিশ্ব তারকারা এক ছাদের নিচে হাজির হয়েছিলেন। এবার সেই চমককে হারিয়ে দেবে আম্বানি পরিবার। তারই যাত্রা ধরে শুরু হতে যাচ্ছে প্রি ওয়েডিংয়ের দ্বিতীয় আসর।

রিলায়েন্সের ম্যানেজিং ডিরেক্টর ও চেয়ারম্যান মুকেশ আম্বানি এবং স্ত্রী নীতা আম্বানির পুত্র অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের দ্বিতীয় প্রি-ওয়েডিংয়ের অনুষ্ঠান উদযাপন করতে ইতালিতে যাচ্ছেন।

এর আগে চলতি বছরের মার্চ মাসে তাদের জামনগরে অনুষ্ঠিত প্রাক-বিবাহের প্রি-ওয়েডিয়ের মতো এই অনুষ্ঠানটিও একটি জাঁকজমক পূর্ণ ঘটনা হবে বলে আশা করা হচ্ছে।

এরই মধ্যে আলিয়া ভাট এবং রণবীর কাপুর কন্যা রাহা কাপুরের সঙ্গে, অপরদিকে রণবীর সিং, সলমান খান, প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক এমএস ধোনি ও তার স্ত্রী সাক্ষী ধোনি এবং কন্যা জিভার সঙ্গে সোমবার ইতালি রওনা হয়েছেন।

অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিলাসবহুল ক্রুজ প্রি-ওয়েডিংয়ের উৎসব সম্পর্কে জানা গেছে, এবারও হতে যাচ্ছে আগের মতই তারকা খচিত। রাধিকার পরনে থাকবে স্পেস-থিমযুক্ত প্রি-ওয়েডিং পার্টি ড্রেস।

ডেকান ক্রনিকলের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ২৮ থেকে ৩০ মে এর মধ্যে একটি বিলাসবহুল ক্রুজ লাইনারে চড়ে প্রায় ৮০০ জন অতিথিকে নিয়ে একটি দুর্দান্ত দুঃসাহসিক রোমাঞ্চকর যাত্রায় পাড়ি দেয়া হবে। ইউরোপে বিলাসবহুল ক্রুজের যাত্রাপথে ইতালি থেকে ফ্রান্সের দক্ষিণে ৪৩৮০ কিলোমিটারের একটি মনোরম যাত্রা করা হবে বলে ঠিক করা হয়েছে।

আম্বানি পরিবারের পক্ষ থেকে আতিথেয়তার যাতে কোনও ত্রুটি না থাকে সেই দিকে নজর রাখার জন্য ৬০০জন কর্মী বোর্ডে থাকবে। আগেরবারের মত এবারেও অতিথি তালিকায় থাকবে গোটা বলিউড। থাকবেন সলমান খান, রণবীর কাপুর, আলিয়া ভাট, রণবীর সিং। আম্বানি পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে, আমির খান এবং শাহরুখ খান পরিবারের সকল সদস্যও উদযাপনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

প্রি-ওয়েডিং ক্রুজের আরও একটি আকর্ষণীয় দিক হল যে পুরো উদযাপনটি হবে স্পেস-থিমভিত্তিক। এটি মাথায় রেখে, রাধিকা মার্চেন্ট একটি দুর্দান্ত কাস্টম-মেড গ্রেস লিং কউচার পিস পরবেন। রাধিকা মার্চেন্টের এই গাউনটি অ্যারোস্পেস অ্যালুমিনিয়াম প্রযুক্তি ব্যবহার করে তৈরি হবে। জানা গেছে, গ্যালাকটিক রাজকুমারীর কন্সেপ্ট দ্বারা অনুপ্রাণিত এই বিশেষ পোশাক।

রাজকীয় এই অনুষ্ঠানে আম্বানিরা অতিথিদের জন্য গৌরমেট ক্যুইজিন পরিবেশন করবেন। জামনগরে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রি ওয়েডিং উত্সবে পারসি, থাই, মেক্সিকান এবং জাপানি খাবারসহ বিশাল মেনুর আয়োজন ছিল।

সমুদ্রের বুকে জমকালো প্রাক বিয়ের অনুষ্ঠানের পরই ১২ জুলাই সাত পাকে বাঁধা পড়বেন অনন্ত-রাধিকা।  সময় সংবাদ