News update
  • Gold prices hit fresh record in Bangladesh within 24 hours     |     
  • Election to be held on time, Prof Yunus tells US Special Envoy     |     
  • Moscow wants Dhaka to reduce tensions domestically, also with Delhi     |     
  • Saarc experts meet to reduce livestock-origin greenhouse gases     |     
  • Bangladesh Mission in Delhi Suspends Visa Services     |     

হুমায়ূন আহমেদকে নিয়ে আবেগঘন পোস্ট ফারুকের

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2024-11-13, 2:33pm

rterewrwfdgsg-a52460699ab04cb40828e44a0a6743f21731486787.jpg




শোবিজের জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ। ক্যারিয়ারে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের অসংখ্য নাটক-সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। হুমায়ূন আহমেদের খুব কাছের একজন মানুষ ছিলেন এই অভিনেতা।

বুধবার (১৩ নভেম্বর) কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন। বেঁচে থাকলে আজ ৭৬-এ পা দিতেন তিনি। তাই প্রিয় এই মানুষের জন্মদিনে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন ফারুক।

এ দিন নিজের ফেসবুক পেজে হুমায়ূন আহমেদের একটি ছবি শেয়ার করে স্ট্যাটাস দিয়েছেন তিনি। ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘হুমায়ূন আহমেদ। যাকে বুকের মধ্যে ধারণ করি। আজ তার জন্মদিন। ভালো থাকবেন পরপারে। শুভ জন্মদিন।’

ইমদাদুল হক মিলনের ‘বড় রকমের মানুষ’ নাটকে রসিকলাল চরিত্রে অভিনয় করে দর্শক মহলে প্রথম প্রশংসা কুড়ান ফারুক। এর কিছুদিন পরই হুমায়ূন আহমেদের নজরে আসেন তিনি। তার পরিচালিত ‘অচিন বৃক্ষ’ নাটকে অভিনয় করে দর্শকের মন ছুঁয়ে যান ফারুক।

স্বাধীন খসরু ও এজাজুল ইসলামের সঙ্গে হুমায়ূন আহমেদের ব্যাপক জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘তারা তিন জন’-এ অভিনয় করেন তিনি। ফারুকের অভিনয়ে মুগ্ধ হয়ে হুমায়ূন আহমেদ তার লেখা ‘লিলুয়া বাতাস’ বইটি এই অভিনেতার নামে উৎসর্গ করেছিলেন।আরটিভি/