News update
  • Promoting social inclusion of disabled persons thru empowerment     |     
  • Arab-Islamic Summit Warns Israel Attacks Threaten Ties     |     
  • South-South Cooperation: Building Innovation and Solidarity     |     
  • Consensus must; polls to be a grand festival: Prof Yunus     |     
  • Salahuddin sees security risks if polls miss February deadline     |     

প্রকাশ্যে এলো তমালিকার বিয়ের খবর

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-01-20, 3:10pm

sdfsewr-bf47ecbb0e786e6d3ad0124e15b564fd1737364216.jpg




শোবিজের একসময়ের জনপ্রিয় মুখ তমালিকা কর্মকার। ক্যারিয়ারে অসংখ্য নাটক-সিনেমায় কাজ করেছেন তিনি। বর্তমানে কাজ থেকে দূরে রয়েছেন তিনি। বসবাস করছেন যুক্তরাষ্ট্রে। সেখানে থেকেই এবার অভিনেত্রী জানালেন বিয়ের খবর।

জানা গেছে, যুক্তরাষ্ট্রেই বিয়ে করেছেন তমালিকা। অভিনেত্রীর স্বামীর নাম প্রভীন। তবে কবে, কখন, কোথায় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে, সে ব্যাপারে কিছু জানাননি।

সোমবার (২০ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্বামীর সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন তমালিকা। শুধু তাই নয়, স্বামী প্রভীনকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। ক্যাপশনে তমালিকা লিখেছেন, ‘শুভ বিবাহবার্ষিকী প্রভীন’।

অভিনেত্রীর বিয়ের খবর প্রকাশ্যে আসার পর বিনোদন অঙ্গনের অনেকেই শুভকামনা জানিয়েছেন। সেই তালিকায় রয়েছেন নাজনীন চুমকি, মাসুম রেজা, আঁখি আলমগীর, শারমীন জোহা শশী, গোলাম ফরিদা ছন্দা, শ্যামল মাওলা, হৃদি হক প্রমুখ।

অনেক দিন আগেই বিয়ে করেন তমালিকা-প্রভীন। অভিনেত্রীর খুব কাছের মানুষেরা বিয়ের খবরটি জানতেন। তবে দুজনের কেউই বিয়ের খবরটি আনুষ্ঠানিকভাবে কাউকে জানাতে চাননি। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর তমালিকার সঙ্গে পরিচয় হয় প্রভীনের। এরপর একে অপরের প্রেমে পড়েন তারা। দুজন দুজনকে জানার পরই বিয়ের সিদ্ধান্ত নেন। আরটিভি