News update
  • Fire at UN climate talks in Brazil leaves 13 with smoke inhalation     |     
  • 5mmcfd gas to be added to national grid from Kailashtila gas field     |     
  • ArmArmed Forces Day: Tarique's message draws on historic closeness     |     
  • UNGA urges renewed int’l efforts for a resolution of Rohingya crisis      |     
  • First National AI Readiness Assessment Report Published     |     

নোরা ফাতেহির মৃত্যুর গুজব, যা জানা গেল

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-02-06, 6:37am

293ab9f3af2eb8d4199609902e5f80fdc3aa32192d7ae79a-7aa72b8e756476a290aa30b7e99628731738802226.jpg




বলিউডের আলোচিত অভিনেত্রী নোরা ফাতেহি। সুপারহিট সিনেমা গুলোর আইটেম গানে অংশ নিতেই বেশি দেখা যায় তাকে। হঠাৎ করেই ছড়িয়ে পড়েছে তার মৃত্যুর গুজব।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নোরা ফাতেহির মৃত্যুর গুজব। দাবি করা হচ্ছে, পাহাড়ের খাদে পড়ে মারা গেছেন অভিনেত্রী।

সম্প্রতি লস অ্যাঞ্জেলেসের ভয়ঙ্কর দাবানাল থেকে বেঁচে ফিরেছেন নোরা। এরই মাঝে ‘বাঞ্জি জাম্পিং’-এ যোগ দিতে গিয়ে নাকি চরম বিপদে পড়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তার মৃত্যু সংবাদ। দাবি করা হয়, দুঃসাহসিক ক্রীড়ায় যোগ দিতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়েন অভিনেত্রী। ‘বাঞ্জি জাম্পিং’-এ যোগ দিতে গিয়েই বিপত্তি। পাহাড়ে খাদে পড়ে গিয়েছেন নোরা। সেখানেই মৃত্যু হয় তার।

অভিনেত্রীর খবর ছড়িয়ে পড়তেই নোরার সহযোগী দলের তরফ থেকে সত্যিটা জানানো হয়েছে। বলা হয়েছে, নোরা একদমই সুস্থ আছেন। তার মৃত্যুর খবরটি শুধুই গুজব।

নোহার মৃত্যুর গুজবকে কেন্দ্র করে যে ভিডিওটি ভাইরাল হয়েছে তাতে দেখা গেছে, এক নারী বাঞ্জি জাম্পিং করতে গিয়ে পাহাড়ের খাদে পড়ে যান। সেই নারীর মুখ স্পষ্ট নয়।

এই ভিডিওতে দাবি করা হয়, ইনি হলেন নোরা ফাতেহি, যিনি এই দুর্ঘটনায় মারা গেছেন। ক্যাপশনে লেখা হয়,‘বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।’

অনেক দূর থেকে ভিডিওটি তোলায় ওই নারীর মুখ ছিল অস্পষ্ট। যদিও নোরার সহযোগী দলের তরফ থেকে এই খবর সম্পূর্ণ ভুয়া বলেই উড়িয়ে দেয়া হয়েছে। পাশাপাশি, নোরা যে একেবারে সুস্থ আছেন সে বার্তাও দেয়া হয়েছে।

উল্লেখ্য, নোরা ফাতেহি নৃত্যশিল্পী, মডেল, অভিনেত্রী ও গায়িকা। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি 'হৃদয়ে ভারতীয়' বলে নিজেকে অভিহিত করে থাকেন। রোয়ার: টাইগার্স অব দ্য সুন্দরবনস চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার বলিউডে অভিষেক ঘটেছিল। তিনি তেলুগু চলচ্চিত্র টেম্পার, বাহুবলী: দ্য বিগিনিং ও কিক ২ চলচ্চিত্রে আইটেম গানে পারফর্ম করে জনপ্রিয়তা অর্জন করেন। সময়