News update
  • France welcomes Foundation for Strategic & Development Study     |     
  • Countrywide combined night police patrols begin: Adviser     |     
  • Miscreants Launch Attack on Air Force Base in Cox's Bazar: ISPR     |     
  • Munshiganj General Hospital catches fire; no injury reported     |     
  • Dhaka’s air records ‘unhealthy’ on Monday morning     |     

তরুণ অভিনেতা শাহবাজ সানী মারা গেছেন

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-02-17, 12:55pm

45325325-5c45c9b8e2d23606d268cedcdf4e66e91739775356.jpg




ছোট পর্দার তরুণ অভিনেতা শাহবাজ সানী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি লিখেছেন, ‘অভিনেতা শাহবাজ সানী আর আমাদের মাঝে নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি 

ফেসবুকে পোস্ট দিয়েছেন নাট্য নির্মাতা রাফাত মজুমদার রিংকুও।

তিনি লিখেছেন, ‘আমার ভাই অভিনেতা শাহবাজ সানী আর আমাদের মাঝে নাই। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঢাকা স্পেশালাইজড হাসপাতালে রাত ৩টা ৩০ মিনিটে সে ইন্তেকাল করেছে।’

ফেসবুকে একটি ছবি পোস্ট করে তার ক্যাপশনে নির্মাতা হাসিব হোসাইন রাখি লিখেছেন, ‘আহারে জীবন। রাত ৩টা ৩০ মিনিটে হার্ট অ্যাটাকে মারা গেছেন সানী। ’

শাহবাজ সানী নির্মাতা ইমরাউল রাফাতের ‘কাছে আশার পর’ নাটক দিয়ে শোবিজে পা রাখেন। অল্প সময়েই তিনি অভিনয় গুণে দর্শকের প্রিয় হয়ে ওঠেন এবং সেই সঙ্গে অর্জন করেন নির্মাতাদের আস্থাও। চরিত্রাভিনেতা হিসেবে কাজ করলেও সানী কেন্দ্রীয় চরিত্রেও অভিনয় করেন। 

২০১৮ সালে তাকে প্রথমবার ‘আব্দুল্লাহ’ নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যায়। এটি পরিচালনা করেন গোলাম কিবরিয়া ফারকী। নাটকটি প্রচারের পর দর্শকমহলে তুমুল প্রশংসা পান এই তরুণ তুর্কী।  আরটিভি