News update
  • Tarique Rahman Formally Named BNP Chairman     |     
  • 136 new drugs in 195 essential drugs list, pricing guidelines     |     
  • BSF halts overnight road building near border as BGB intervenes     |     
  • U.S. Pullout From Global Bodies Sparks Widespread Alarm     |     

নাট্য পরিচালকদের নেতৃত্বে শহীদুজ্জামান সেলিম-ফরিদুল হাসান

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-02-23, 1:58pm

4t4523-5e7988e8f64ae400d4905b637aa56e641740297516.jpg




নাট্য পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের ২০২৫-২৭ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। এবারের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হন শহীদুজ্জামান সেলিম। একই সঙ্গে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফরিদুল হাসান।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলমান থাকে। দিনব্যাপী এই নির্বাচনে এক ঘণ্টার মধ্যাহ্নের বিরতি রাখা হয়। পরিচালকদের এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৫০১। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন নাট্যব্যক্তিত্ব নরেশ ভূঁইয়া।

তার সঙ্গে কমিশনার হিসেবে ছিলেন নাট্যকার মাসুম রেজা ও চলচ্চিত্র নির্মাতা আবদুস সামাদ খোকন।

বহুল কাঙ্ক্ষিত এই নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। যেখানে একটি প্যানেলে সভাপতি প্রার্থী ছিলেন অভিনেতা-পরিচালক সালাউদ্দিন লাভলু। অন্য প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন অভিনেতা ও পরিচালক শহীদুজ্জামান সেলিম।

ভোটগ্রহণের আগে দুই প্রার্থীই উৎসবমুখর পরিবেশে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছিলেন।

গতকালই ঘোষণা করা হয়েছে নির্বাচনের প্রাথমিক ফলাফল। প্রতিটি পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে বিজয়ীরা নির্ধারিত হয়েছেন। সভাপতি পদে শহীদুজ্জামান সেলিম ২০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সালাউদ্দিন লাভলু ১৭৩ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক পদে ফরিদুল হাসান ২২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্যান্য প্রার্থীদের মধ্যে সৈয়দ শাকিল ১৮৭ ভোট এবং মোহন আহমেদ ৩২ ভোট পেয়েছেন।

সহ-সভাপতি পদে ছয় প্রার্থীর মধ্যে থেকে তিনজন নির্বাচিত হয়েছেন। রাশেদ আখতার লাজুক সর্বোচ্চ ২৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ফিরোজ খান ২৭৪ ভোট এবং সকাল আহমেদ ২১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে তুহিন হোসেন ২৫৬ ভোট এবং দিন মোহাম্মদ মন্টু ২৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। 

অন্যান্য প্রার্থীদের মধ্যে মোহাম্মদ শামসুর রহমান মজুমদার পেয়েছেন ২১৫ ভোট এবং মোহাম্মদ কামরুল হাসান ১৬৭ ভোট। আবার অর্থ সম্পাদক পদে আবু রাহান জুয়েল ২৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ইমরুল রাফাত পেয়েছেন ১৮৩ ভোট।

তাছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে মো. মনিরুজ্জামান লিপন ২২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যান্য প্রার্থীদের মধ্যে কাজী মোহাম্মদ খলিলুর রহমান নয়ন ১৩৫ ভোট এবং দেবব্রত রনি ৮০ ভোট পেয়েছেন।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নাজমুল রনি ২৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সহিদ- উন-নবী ১৮৭ ভোট পেয়েছেন। প্রশিক্ষণ ও আর্কাইভবিষয়ক সম্পাদক পদে কাজী আপেল মাহমুদ ২৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী শুভ্র খান পেয়েছেন ১৭১ ভোট। তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক পদে সঞ্জয় বড়ুয়া ২২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আইন ও কল্যাণবিষয়ক সম্পাদক পদে প্রীতি দত্ত ২২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। দপ্তর সম্পাদক পদে সাঈদ রহমান ২৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, এই ফলাফল আপাতত প্রাথমিক। কোনো প্রার্থী বা অংশগ্রহণকারী যদি আপত্তি করতে চান, তাহলে ২৫ তারিখ পর্যন্ত আপিল বোর্ডে আবেদন করতে পারবেন। আপিল প্রক্রিয়া শেষে ২৬ তারিখ বিকেল ৫টায় চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। আরটিভি