News update
  • Cold wave disrupts life, livelihoods across northern Bangladesh     |     
  • US to Exit 66 UN and Global Bodies Under New Policy Shift     |     
  • LPG Supply Restored Nationwide After Traders End Strike     |     
  • Stocks advance at both bourses; turnover improves     |     
  • LCs surge for stable dollar, but settlement still sluggish     |     

১৩ বছরের প্রেম, বিয়ের ছবি প্রকাশ করে যা বললেন মেহজাবীন

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-02-25, 8:53am

retert54353-62ed528501921b418cde7db07b8c16cb1740452012.jpg




প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ক্যারিয়ারে ইতোমধ্যে অসংখ্য হিট নাটক উপহার দিয়েছেন তিনি। শুধু তাই নয়, ওয়েব ফিল্মেও নিজের অভিনয় গুণে দর্শকদের নজর কেড়েছেন এই অভিনেত্রী। যেকোনো চরিত্রেই খুব সহজেই নিজেকে মানিয়ে নেন তিনি। সম্প্রতি মেহজাবীন নাম লিখিয়েছেন বড়পর্দায়।

এদিকে গত কয়েক বছর ধরে শোনা যাচ্ছিল তার গোপন বিয়ে ও সংসারের খবর। তবে এবার জানা গেল আসল খবর। বিয়ে করছেন তিনি। মেহজাবীনের বর হতে যাচ্ছেন তার সদ্য মুক্তি পাওয়া সিনেমা ‘প্রিয় মালতি’র প্রযোজক ও নির্মাতা আদনান আল রাজীব। 

বিয়ের বিষয় নিয়ে মেহজাবীন কিছু না বললেও ইতোমধ্যে ফাঁস হয়েছে তার গায়েহলুদের ছবি। 

ঢাকার অদূরে সম্প্রতি অনুষ্ঠিত মেহজাবীন চৌধুরীর গায়েহলুদ অনুষ্ঠান ছিল সংরক্ষিত আয়োজন। আমন্ত্রিত অতিথিদের জন্য কঠোর নির্দেশনা ছিল—কোনো ছবি তোলা বা সামাজিকমাধ্যমে প্রকাশ করা যাবে না। অতিথিরাও এই নিয়ম মেনে চলেছিলেন, কেউই অনুষ্ঠানের কোনো স্থিরচিত্র পোস্ট করেননি। কিন্তু এত সতর্কতা সত্ত্বেও শেষ পর্যন্ত রক্ষা পাওয়া গেল না। মেহজাবীনের গায়েহলুদের একাধিক ছবি ফাঁস হয়ে গেছে এবং তা তার নিকটজনদের হাতে হাতে ছড়িয়ে পড়েছে।

এদিকে যখন মেহজাবীনের বিয়ে নিয়ে চলছে নানা জল্পনাকল্পনা ঠিক তখনই তিনি তার একগুচ্ছ বিয়ের ছবি প্রকাশ করলেন। 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) মেহজাবীন তার ফেসবুক পেজে বিয়ের ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, ২০১২ সালের ৯ এপ্রিল বাকা দাঁত এবং সুন্দর হাসির একটি ছেলে আমার সাথে দেখা করতে এসেছিল। আমি যখন একটি শুটিং হাউসের বারান্দায় দাঁড়িয়েছিলাম তখন তিনি রাস্তা থেকে আমার দিকে হাত নেড়েছিলেন। আমরা মাত্র ১৫ মিনিটের জন্য কথা বলেছিলাম। সে চলে যাওয়ার সাথে সাথে আমি অনুভব করেছি যে আমার হৃদয়ের একটি টুকরো তার সাথে চলে গেছে। 

তিনি আরও লেখেন, ১৩ বছ পরে, আমরা এখানে, একসাথে বেড়ে উঠছি, প্রতিটি উচ্চ উদযাপন করছি এবং প্রতিটি নিম্নকে অতিক্রম করছি। তারা বলে যে সাত বছরের বন্ধুত্ব সারাজীবন স্থায়ী হয় - আমরা এটি প্রায় দ্বিগুণ করেছি।

১৪ ফেব্রুয়ারি ২০২৫ এ আমরা আমাদের বন্ধন চিরতরে বন্ধ করে দিয়েছি, এই যাত্রা হাতে হাতে চলার প্রতিশ্রুতি দিয়ে। আদনান আল রাজীব, আমি তোমাকে আমার জীবনের সেরা বন্ধু হিসেবে বেছে নিয়েছি। আমরা এই নতুন অধ্যায় শুরু করার সাথে সাথে, আমরা আজীবন সুখ এবং একত্রিত হওয়ার জন্য আপনার ভালোবাসা এবং প্রার্থনা চাই।

২০১৯ সালেও রাজীবের সঙ্গে ঢাকার একটি বিপণিবিতানে মেহজাবীনের হাত ধরাধরি করে হাঁটার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়। তখন থেকেই তাদের মধ্যে যে সম্পর্ক রয়েছে তা সরাসরি প্রকাশ্যে আসে। এরপর বিভিন্ন সময় তাদের প্রেমের বিষয়টি সামনে আসলেও কখনো তারা মুখ খোলেননি। 

প্রসঙ্গত, ২০০৯ সালে একটি রিয়েলিটি শোয়ের প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়াতে পা রাখেন মেহজাবীন। নাটকের গণ্ডি পেরিয়ে মেহজাবীন এখন ওটিটি ও সিনেমায় নিয়মিত অভিনয় করে আসছেন। গেল মাসে মুক্তি পেয়েছে তার সিনেমা ‘প্রিয় মালতি’। এ ছাড়া ভালোবাসা দিবস উপলক্ষে আগামীকাল মুক্তি পাবে তার নতুন ওয়েব ফিল্ম ‘নীল সুখ’।

অন্যদিকে আদনান আল রাজীব দেশের জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতাদের মধ্যে অন্যতম। আরটিভি