News update
  • Bangladesh Faces $1.25 Billion Export Loss from US Tariffs     |     
  • Israel Expands Gaza Assault as UN Warns of ‘Genocide’     |     
  • World Ozone Day Highlights Progress and Future Action     |     
  • DG Health Services gives 12 directives to treat dengue cases     |     
  • Stock market shows recovery as investors back: DSE chairman     |     

মস্তিষ্ক সুস্থ রাখে এই ১০ খাবার

গ্রীণওয়াচ ডেস্ক স্বাস্থ্য 2025-01-28, 7:38am

40d570573b5ca60d90e624d109993d0617b41b043aed6a48-bc8b305decf59ca1058adf67fb2b8e2d1738028284.jpg




মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে এবং এটি সুস্থ রাখতে কিছু বিশেষ খাবার খুবই কার্যকর। এই খাবারগুলো নিউরোনের সুরক্ষা, স্মৃতিশক্তি বৃদ্ধি, মনোযোগ বাড়ানো, এবং মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।

জেনে নিন মস্তিষ্কের জন্য উপকারী খাবারের তালিকা-

১. বাদাম ও বীজ- বাদামের মধ্যে রয়েছে আখরোট, আমন্ড এবং কাজু। বীজের মধ্যে রয়েছে ফ্ল্যাক্স সিড, চিয়া সিড, সানফ্লাওয়ার সিড। এগুলোতে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই, এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা মস্তিষ্কের কোষের জন্য উপকারী।

২. তেলযুক্ত মাছ: স্যামন, সার্ডিন, ম্যাকারেল ইত্যাদি তেলযুক্ত মাছ ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ। এটি মস্তিষ্কের গঠন ও স্মৃতিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে।

৩. বেরি জাতীয় ফল: ব্লুবেরি, স্ট্রবেরি, ব্ল্যাকবেরি, এবং চেরি। এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি, যা মস্তিষ্কের বয়সজনিত ক্ষতি কমায় এবং নিউরোনের কার্যকারিতা বাড়ায়।

৪. ডার্ক চকলেট: ডার্ক চকলেটে ফ্ল্যাভোনয়েড, ক্যাফেইন, এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এটি রক্তপ্রবাহ উন্নত করে এবং মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ায়।

৫. ডিম: ডিমে রয়েছে ভিটামিন বি৬, বি১২, ফোলেট, এবং কোলিন, যা মস্তিষ্কের নিউরোট্রান্সমিটার উৎপাদনে সাহায্য করে। এটি মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায়।

৬. শাকসবজি: পালং শাক, ব্রকলি, এবং অন্যান্য সবুজ শাকসবজিতে রয়েছে আয়রন, ভিটামিন কে, এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা মস্তিষ্কের ক্ষতিগ্রস্ত কোষ মেরামত করে।

৭. হলুদ: হলুদে থাকা কর্কুমিন মস্তিষ্কের প্রদাহ কমাতে এবং মস্তিষ্কের কোষের পুনর্গঠনে সাহায্য করে। এটি স্মৃতিশক্তি উন্নত করে।

৮. সবজি ও ফলের রস: কমলা, আপেল, আঙুর, এবং তরমুজের মতো ফলের রস মস্তিষ্কের জন্য উপকারী, কারণ এতে প্রচুর ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে।

৯. গ্রিন টি: গ্রিন টিতে রয়েছে ক্যাফেইন ও এল-থিয়ানিন, যা মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় এবং মানসিক চাপ কমায়।

১০. গোটা শস্য: ওটস, ব্রাউন রাইস, এবং হোল গ্রেন ব্রেড রক্তে শর্করা সরবরাহ করে। এটি মস্তিষ্ককে সক্রিয় রাখতে সাহায্য করে।

পরামর্শ-

১. পর্যাপ্ত পানি পান করুন, কারণ মস্তিষ্কের কার্যক্ষমতা ঠিক রাখতে ডিহাইড্রেশন এড়ানো জরুরি।

২. প্রক্রিয়াজাত খাবার ও অতিরিক্ত চিনি পরিহার করুন, কারণ এটি মস্তিষ্কের জন্য ক্ষতিকর।

৩. এই খাবারগুলো নিয়মিত খাদ্যতালিকায় রাখলে মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি পাবে এবং স্মৃতিশক্তি উন্নত হবে।