News update
  • Shibir’s Silent Resilience Yields Historic Ducsu Victory     |     
  • Nepal army deployed as protesters want ex-CJ as interim leader     |     
  • RMG workers block Dhaka-Mymensingh highway for Aug salary     |     
  • Netanyahu, we're not leaving Gaza City: Palestinians     |     
  • JUCSU voting in progress in a festive mood     |     

রূপপুর গ্রীণসিটি প্রকল্পের আরো দুই উপ-সহকারী প্রকৌশলীকে বাধ্যতামূলক অবসর

Admin1 2025-09-12, 1:04am

rooppur-nuclear-power-plant3_11zon-52d94e8dd500d200925ae51a4f6d52951757617476.jpg

Rooppur Nuclear Power Plant.



ঢাকা, ১১ সেপ্টেম্বর:পাবনার রূপপুর গ্রীণসিটি প্রকল্পের কাজে অস্বাভাবিক ব্যয়ের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় গণপূর্ত অধিদপ্তরের  দুই উপ-সহকারী প্রকৌশলীকে বাধ্যতামূলক অবসর প্রদান ও একজনকে নিম্নবেতন গ্রেডে অবনমিত করে  প্রজ্ঞাপন জারী করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

মোঃ ফজলে হক, উপ-সহকারী প্রকৌশলী (সিভিল), (সাময়িক বরখাস্তকৃত) পাবনা গণপূর্ত উপবিভাগ; মোসা: শাহনাজ আখতার, উপ-সহকারী প্রকৌশলী (ই/এম, পিএন্ডডি), রাজশাহী গণপূর্ত জোন এবং  খোরশেদা ইয়াছরিবা,  উপ-সহকারী প্রকৌশলী (সিভিল), রাজশাহী গণপূর্ত সার্কেলে  কর্মরত থাকা অবস্থায় রূপপুর গ্রীণসিটি প্রকল্পের (২০১৯ সালে নির্মাণাধীন) ২০ ও ১৬ তলা ভবনের আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী ক্রয় এবং ভবনে উঠানোর কাজে অস্বাভাবিক ব্যয়ের বিষয়টি সে সময়ে বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত হয়। উক্ত বিষয়ে ২০১৯ সালের ১৯ মে গণপূর্ত অধিদপ্তর এবং  গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে গঠিত পৃথক তদন্ত কমিটি কর্তৃক দাখিলকৃত তদন্ত প্রতিবেদনে প্রকল্পের  কাজে অস্বাভাবিক ব্যয়ের বিষয়টি প্রমাণিত হয়েছে। পরবর্তীতে বিভাগীয় তদন্তেও ‘অসদাচরণ' এর অভিযোগ সন্দেহাতীত প্রমাণিত হয়েছে।

তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী অস্বাভাবিক ব্যয়ের প্রাক্কলন প্রস্তুতের সাথে সরাসরি জড়িত থেকে দায়িত্ব পালনে অবহেলা করায় মোঃ ফজলে হক ও মোসা: শাহনাজ আখতার 'অসদাচরণ' এর অভিযোগে দোষী সাব্যস্ত করে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের পরামর্শ মোতাবেক সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৪ এর উপবিধি ৩ এর (খ) অনুযায়ী তাঁদের 'বাধ্যতামূলক অবসর প্রদান' গুরুদণ্ড প্রদান করা হয়েছে।

আরেক উপ-সহকারী প্রকৌশলী খোরশেদা ইয়াছরিবা অস্বাভাবিক ব্যয়ের প্রাক্কলন প্রস্তুতের সাথে সরাসরি জড়িত থেকে দায়িত্ব পালনে অবহেলা করায় তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী ‘অসদাচরণ' এর অভিযোগে দোষী সাব্যস্ত করে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের পরামর্শ মোতাবেক একই বিধিমালার বিধি ৪ এর উপবিধি ৩ (ক) অনুযায়ী তাঁকে 'নিম্নবেতন গ্রেডে অবনমিতকরণ' গুরুদণ্ড প্রদান করা হয়েছে।

যথাযথ প্রক্রিয়া অনুসরণপূর্বক এবং  রাষ্ট্রপতির আদেশক্রমে গত ১০ সেপ্টেম্বর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম স্বাক্ষরিত পৃথক আদেশের মাধ্যমে এ সকল গুরুদন্ড প্রদান করা হয়েছে। - তথ্যবিবরণী