Dead venomous snake came floating to the Kuakata Beach
গোফরান পলাশ, পটুয়াখালী: কুয়াকাটার সমুদ্র সৈকতে ফের ভেসে এসেছে একটি মৃত বিষধর হলুদ প্রজাতীর সাপ। বৃহস্পতিবার বেলা এগারোটায় সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে এটি দেখতে পায় স্থানীয়রা। পরে ডলফিন রক্ষা কমিটির সস্যরা এটিকে উদ্ধার করেন।
ডলফিন রক্ষা কমিটির সদস্য কেএম বাচ্চু জানান, গভীর সমুদ্র থেকে ঢেউয়ের তোড়ে ১ ফুট দৈর্ঘ্যের এ সাপটি ভেসে এসেছে। তবে ঠিক কি কারনে এটি মারা গেছে সেটি নিশ্চিত হওয়া যায়নি।
ওযার্ল্ডফিসের সহকারী জীব বৈচিত্র্য গবেষক সাগরিকা স্মৃতি জানান, গোটা বিশ্বের স্থল ও সমুদ্র ভাগের সকল সাপের মধ্যে এটা ৪র্থ তম বিষধর সাপ। এ সাপ সচরাচর দেখা যায়না।
উল্লেখ্য, গত ১০ জুন ২০২২ সৈকতে একটি জীবিত বিষধর হলুদ সাপ ভেসে আসে।