News update
  • Nobody Wins in a Trade War: UN Secretary-General      |     
  • Protests in India over Waqf (Muslim gift) Amendmdment Bill     |     
  • China slaps 34% tax on US imports retaliating Trump tariffs     |     
  • Dhaka’s air quality marks ‘unhealthy’ on Saturday morning     |     
  • Israeli strikes kill at least 17 in Gaza; ground troops enter Strip     |     

বাঁচানো যায়নি সেই হাতি শাবকটিকে

গ্রীণওয়াচ ডেস্ক error 2024-10-16, 10:21am

haati-9c509e6db44a8aed3a174f04316ebf981729052476.jpg




দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় চুনতি অভয়ারণ্য রেঞ্জ সংলগ্ন রেল লাইনে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হাতি শাবকটিকে বাঁচানো যায়নি। গতকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় ডুলাহাজারা সাফারি পার্কের হাসপাতালে হাতিটির মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে ডুলাহাজরা সাফারি পার্কের ভেটেনারি কর্মকর্তা জুলকার নাইন বলেন, ‘আহত হবার পর থেকে হাতিটির বেঁচে থাকার সম্ভাবনা অনেকটাই কম ছিল। তাছাড়া মাথায় আঘাত লেগে কান ও শুঁড় দিয়ে রক্তপাতও হয়েছে। পেছনের অংশ অবশ হয়ে যাওয়ায় দাঁড়াতে পারছিল না হাতিটি। আমরা চিকিৎসা দিচ্ছিলাম। তেমন একটা উন্নতি হয়নি। মঙ্গলবার সন্ধ্যার দিকে হাতিটি মারা গেছে। ময়নাতদন্তের পর হাতিটি পুঁতে ফেলা হবে।’

জুলকার নাইন আরও বলেন, ‘হাতিটির চিকিৎসার জন্য পাঁচ সদস্যের একটি মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছিল। বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের চেষ্টার পরও গুরুতর আহত হাতিটির বাঁচানো যায়নি।’

গত ১৩ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে ঢাকামুখী কক্সবাজার স্পেশাল ট্রেন চুনতি বন্যহাতি চলাচলের জন্য নির্মিত ওভারপাস অতিক্রম করছিল। এ সময় একটি বন্যহাতির পাল ওভারপাসের উত্তর পাশে রেললাইন পার হচ্ছে দেখে ট্রেনটির কম গতি কমিয়ে দেওয়া হয়। সব হাতি পার হতে পারলেও আনুমানিক ১০ বছর বয়সী একটি হাতি শাবক রেললাইনে থেকে যায়। সেই হাতিটির ট্রেনের সঙ্গে ধাক্কা গুরুতর আহত হয়। এনটিভি নিউজ।