Pistol and bullets
পটুয়াখালী: পটুুয়াখালীর কলাপাড়ায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মো. ফয়জুল ইসলাম আশিক তালুকদারের বাসা থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনীর সদস্যরা।
শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে পৌরশহরের কলেজ রোড এলাকার বাসা থেকে একটি হকিষ্টিক, একটি চাকু, একটি চাইনিজ কুড়াল ও একটি চাপাতি উদ্ধার করা হয়।
এসময় ওই বাসায় কোন লোক ছিল না, বাসাটি তালাবদ্ধ ছিল বলে জানা গেছে।
এ ব্যাপারে কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো. জাকির হোসেন জানান, যৌথ বাহিনীর অভিযানের সময় তিনিও সাথে ছিলেন। তবে অভিযানটি ক্যাপ্টেন মুশফিকুর রহমান পরিচালনা করেছেন।
এদিকে, অস্ত্র উদ্ধারের বিষয়টি স্বীকার করে কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান বলেন' মামলার বিষয়টি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বলতে পারবেন। -
গোফরান পলাশ