News update
  • Sikaiana Islanders Face Rising Seas and Uncertain Future     |     
  • BD Election Commission to begin political dialogue this week     |     
  • Climate summit hears countries suffering from global warming      |     
  • How to Visit Saint Martin’s Island in This Tourist Season 2025-26     |     
  • Khulna-Mongla dream rail line struggles for freight flow     |     

জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও বাউল গানের আসর

Festivals 2024-07-13, 10:58pm

fruit-fwstival-held-at-the-national-press-club-on-saturday-13-july-2024-267f4671dfcb98ba5053320c23e376fa1720891526.jpg

Fruit festival held at the National Press Club on Saturday 13 July 2024,



রকমারি দেশী ফলে সম্ভার ও জমকালো বাউল গানের আয়োজনের মধ্যে আজ শনিবার জাতীয় প্রেস ক্লাব ছিল উৎসব মুখর। ফল উৎসব উপলক্ষে সমবেত হয়েছিলেন ক্লাব সদস্য ও তাদের পরিবারবর্গ। প্রায় ৪০ ধরনের দেশী ফলের প্রদর্শনী ও রস আস্বাদনের মনোরম একটি অনুষ্ঠান ছিল এটি।

ফল উৎসবের প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন এমপি। স্বাগত বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সাংস্কৃতিক উপ-কমিটির আহবায়ক সীমান্ত খোকন। ফল উৎসবে গান পরিবেশন করেন দেশের জনপ্রিয় বাউল শিল্পী রাফি তালুকদার, ফারহানা পারভীন, সাবরিনা নওশীন টুশী, সমীর বাউল, সরদার হীরক রাজা, মৌসুমী ইকবাল, বিপাশা পারভীন ও বাউলা গ্রæপ।

অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি হাসান হাফিজ, যুগ্ম সম্পাদক মো. আশরাফ আলী, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, ব্যবস্থাপনা কমিটি সদস্য ফরিদ হোসেন, কাজী রওনাক হোসেন, শাহনাজ সিদ্দীকি সোমা, কল্যাণ সাহা, শাহনাজ বেগম পলি, জুলহাস আলম, মোহাম্মদ মোমিন হোসেন ও ক্লাবের সিনিয়র সদস্যরা সপরিবারে উপস্থিত ছিলেন।  

দেশী ফলের সম্ভারের মধ্যে ছিল আম রূপালি, জাম্বুরা, কলা, কামরাঙ্গা, আমলকি, আমড়া, পেঁপে, কাঁঠাল, আনারস, ওর বড়ই, কামরাঙা, পেয়ারা, করমচা, লটকন, ড্রাগন, ডেউয়া, টিপাটিপি, জামরুল, তাল, আপেল, জাম্বুরা, আ¤্রপালি, লিচু, কাঠ লিচু, হাঁড়ি ভাঙ্গা, বিলাতি গাব, জাম, ফজলি আম, সবেদা, তরমুজ, বাঙ্গি ও কাঠাল। - প্রেস বিজ্ঞপ্তি