News update
  • BNP Opposes Reforms to Constitution’s Core Principles      |     
  • Time to Repair Bangladesh–Pakistan Ties     |     
  • Dhaka’s air quality recorded ‘unhealthy’ Friday morning     |     
  • Dr Yunus proved impact of innovative economics: Peking Varsity Prof     |     
  • Alongside conflict, an info war is still happening in Gaza     |     

আওয়ামীলীগ নেতার আইসপ্লান্ট থেকে সুন্দরী গাছ জব্দ করলো বনবিভাগ

Forestry 2024-09-06, 12:35am

img-20240905-wa0053-511277deba3e504d8ea8fb7e24ac0aae1725561334.jpg

Sundri tree pieces were recovered from an ice plant owned by an AL leader in Kalapara on Thursday.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মৎস্যবন্দর আলীপুর থেকে মো. আবুল হোসেন কাজি (কোম্পানি) নামের এক আওয়ামীলীগ নেতার মালিকানাধীন বরফকল থেকে ১০ পিচ সুন্দরী গাছ জব্দ করেছে মহিপুর রেঞ্জ কর্মকর্তা। 

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মৎস্যবন্দর আলীপুরের আওয়ামী লীগ নেতার মালিকানাধীন বাচ্চু ফিস সংলগ্ন বরফকল জেটির নিচ থেকে গাছগুলো উদ্ধার করা হয়। পরে গাছগুলোকে জব্দ করে বনবিভাগ। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অভিযুক্ত ওই আওয়ামীলীগ নেতা লতাচাপলী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও ২নং ওয়ার্ডের ইউপি সদস্য।

বনবিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাচ্চু ফিস ও আইসপ্লান্টের জেটির নিজ থেকে লুকানো অবস্থায় পাওয়া যায় সুন্দরী গাছ গুলো। পরে স্থানীয়দের সম্মুখে তা উদ্ধার করে জব্দ করা হয়। 

বনবিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, সংবাদ পেয়ে আমরা অভিযান চালিয়ে গাছগুলো উদ্ধার করি। আবুল কোম্পানি'র মালিকানাধীন এই প্রতিষ্ঠান থেকে উদ্ধার করা হয়। গাছগুলো জব্দ করেছি, মামলা হবে। পরবর্তী আইনানুসারে ব্যবস্থা নেয়া হবে। - গোফরান পলাশ