News update
  • Prosecution Seeks Highest Penalty for Sheikh Hasina     |     
  • Over Half a Million Students Fail HSC, Equivalent Exams     |     
  • BGMEA says Mirpur fire was not in formal apparel sector units     |     
  • Fire at Shialbari Mirpur, Dhaka chemical godown under control      |     
  • Khaleda admitted to Evercare for health check-ups     |     

যুক্তরাষ্ট্র পাকিস্তানে বন্যাদুর্গতদের জন্য আরও ১০ মিলিয়ন ডলার দেয়ার ঘোষণা দিয়েছে

গ্রীণওয়াচ ডেস্ক অনাহার 2022-09-28, 10:10am




যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বন্যাদুর্গত পাকিস্তানের জন্য আরও তহবিল দেওয়ার অঙ্গীকার জানিয়েছেন এবং দক্ষিণ এশিয়ার দেশটিকে ভয়াবহ বন্যার সঙ্গে মোকাবিলার জন্য তাদের সবচেয়ে বড় ঋণদাতা দেশ চীনের কাছে ঋণ মওকুফ ও পুনঃতফসীলিকরণের অনুরোধ জানানোর আর্জি জানিয়েছেন।

ওয়াশিংটনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির সঙ্গে বৃহৎ পরিসরে দ্বিপাক্ষিক আলোচনার পর সোমবার দিনের শেষভাগে ব্লিংকেন আরও বলেন, তিনি তার সহকর্মী (বিলাওয়ালের) সঙ্গে আফগানিস্তান বিষয়ে উভয় পক্ষের জন্য গুরুত্বপূর্ণ বিষয়, সন্ত্রাসবিরোধী উদ্যোগে পারস্পরিক সহযোগিতা ও ভারতের সঙ্গে পাকিস্তানের অম্লমধুর সম্পর্কের বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রকে আয়োজিত এক অনুষ্ঠানে ব্লিংকেন আরও বলেন, ‘আমরা তাৎক্ষণিক মানবিক সহায়তা হিসেবে প্রায় ৫ কোটি ৬০ লাখ ডলার জোগাড় করেছি। আমরা ১৭টি বিমানভর্তি সরঞ্জাম পাঠিয়েছি, যার মধ্যে আছে খাদ্য ও সাময়িক আবাস, তাঁবু এবং তারপুলিন তৈরির উপকরণ রয়েছে। আজ আমি আনন্দের সঙ্গে খাদ্য নিরাপত্তা সহায়তা হিসাবে আরও ১ কোটি ডলার দেওয়ার ঘোষণা দিচ্ছি।’

অস্বাভাবিক মৌসুমি বৃষ্টিপাত ও বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে পাকিস্তান জুড়ে বন্যা দেখা দিয়েছে। এতে ১,৬০০র চেয়েও বেশি মানুষ মারা গেছে, যার মধ্যে ৬০০ জন শিশু। এতে জুনের মাঝামাঝি সময় থেকে আরও ৩ কোটি ৩০ লাখ মানুষ প্রভাবিত হয়েছেন এবং দেশের বড় একটি অংশ, বিশেষত দক্ষিণের সিন্ধু প্রদেশ পানিতে ডুবে গেছে।

পাকিস্তানের কর্মকর্তাদের মতে, বহির্বিশ্বের কাছে পাকিস্তানের মোট ১৩ হাজার কোটি ডলার ঋণের ১০ শতাংশই চীনের কাছ থেকে নেওয়া। ঋণের বেশিরভাগ অংশই পশ্চিমের দেশ ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে নেওয়া।

ইসলামাবাদের পররাষ্ট্র মন্ত্রকের বক্তব্যে বিলাওয়াল জারদারির বরাত দিয়ে বলা হয়েছে, তিনি ব্লিংকেনকে জানান, আফগানিস্তানে চলমান মানবিক সংকট কাটিয়ে ওঠার জন্য সহায়তা প্রয়োজন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে মিলে প্রতিবেশী দেশটিতে শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকারের কথাও জানান। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।