News update
  • Bangladesh, US Begin 3-Day Talks on Tariff and Trade     |     
  • A second Nakba?: UNRWA Commissioner-General on Gaza:     |     
  • Flood force postponement of Cumilla Board HSC exams Thursday     |     
  • Ensure law and order by Dec for peaceful election: CA     |     
  • Over 160 Missing as Deadly Texas Flood Toll Hits 109     |     

ইয়ান নামের ক্যাটাগরি ৩ হারিকেন পশ্চিম কিউবার ওপর আঘাত করেছে

বিপর্যয় 2022-09-28, 10:03am

03990000-0aff-0242-7804-08daa06779d8_w408_r1_s-8a5422876494ddbb4ea2af2d73e8f4b51664337818.jpg




হারিকেন ইয়ান একটি বৃহৎ হারিকেন হিসেবে শক্তি সঞ্চয় করার কয়েক ঘণ্টার মধ্যেই পশ্চিম কিউবার ওপর আঘাত হেনেছে

এনএইচসি বলেছে, বুধবার ইয়ান মেক্সিকো উপসাগরের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় এটির শক্তি হ্রাস হবে না। এটি বুধবারে দিনের প্রথম দিকে যুক্তরাষ্ট্রের দক্ষিণে ফ্লোরিডা রাজ্যের পশ্চিম উপকূলীয় উপকূলে পৌঁছাবে এবং ট্যাম্পা ও সেন্ট পিটার্সবার্গ শহরের দিকে সরাসরি যাবে বলে ধারণা করা হচ্ছে। ১৯২১ সালের পরে এই অঞ্চলে এত বড় হারিকেন সরাসরি আঘাত করেনি।

পূর্বাভাসকারীরা হারিকেন, গ্রীষ্মমণ্ডলীয় ঝড় এবং জলোচ্ছ্বাসের সতর্কতা জারি করেছে এবং পশ্চিম কিউবা ও ফ্লোরিডার কিছু অংশকে, যা হারিকেন ইয়ানের বর্তমান পথে রয়েছে, পর্যবেক্ষণ করছে। হারিকেনটির কারণে পশ্চিম কিউবায় ১৫ থেকে ২৫ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফ্লোরিডার মূল ভূখণ্ডে ১০ থেকে ১৫ সেন্টিমিটার এবং মধ্য পশ্চিম ফ্লোরিডায় ১৫ থেকে ৩০ সেন্টিমিটারের মধ্যে বৃষ্টিপাত হবে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার পশ্চিম কিউবার কিছু অংশে জীবন-বিধ্বংসী ঝড়, আকস্মিক বন্যা এবং সম্ভাব্য কাদা ধসের পাশাপাশি বিধ্বংসী বায়ুপ্রবাহ হবে বলে ধারণা করা হচ্ছে। এনএইচসি বলেছে, হারিকেন ইয়ানের কারণে ফ্লোরিডার পশ্চিম উপকূলের কিছু অংশে ৬০ থেকে ৩০৪ সেন্টিমিটারের মতো ঝড়-বৃষ্টি বয়ে যেতে পারে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ফ্লোরিডায় জরুরি অবস্থা জারি করেছেন। তিনি ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সিকে দুর্যোগ-ত্রাণ প্রচেষ্টার সমন্বয় করতে এবং আরও ফেডারেল তহবিল প্রদানের জন্য অনুমোদন দিয়েছেন। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।