News update
  • Inflation Dips to 8.29% in August, Lowest in 3 Years     |     
  • Eminent writer Badruddin Umar passes away     |     
  • Dhaka’s air recorded ’moderate’ Sunday morning     |     
  • Clashes in Hathazari over FB post; Section 144 imposed     |     
  • Total Lunar Eclipse to Be Visible Sunday Night     |     

কলাপাড়ায় অভিযানে ৬০ লাখ টাকার অবৈধ জাল জব্দ

ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা অর্থদ্ন্ড

আদালত 2025-09-02, 10:05pm

a-mobile-court-in-a-raid-in-kalapara-on-tuesday-recovered-illegal-nets-worth-taka-60-lakh-and-fines-three-businessmen-in-this-regard-ee95373a1a6278e10bf3c4b588d056c31756829127.jpg

A mobile court in a raid in Kalapara on Tuesday recovered illegal nets worth Taka 60 lakh and fines three businessmen in this regard,



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরের সুতাপট্টি এলাকায় অভিযান চালিয়ে ৬০ লাখ টাকার অবৈধ জাল জব্দ ও তিন ব্যবসায়িকে ৬০ হাজার টাকা অর্থ দ্ন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় জব্দকৃত জাল আগুনে পুড়ে ফেলা হয়।

মঙ্গলবার শেষ বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক এবং সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার যৌথ অভিযানে তিনটি গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। এসময় ২০ লাখ টাকার এক হাজার ৩০০ পিচ চায়না দূয়ারী এবং ৪০ লাখ টাকার দুই লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল গুলো ফেরিঘাট এলাকায় পুড়িয়ে ফেলা হয়।

ভাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো, ইয়াসীন সাদেক বলেন, দেশীয় মাছ ধ্বংসকারী নিষিদ্ধ জাল বন্ধে এ অভিযান অব্যহত থাকবে। - গোফরান পলাশ