News update
  • Hamid's departure: Body formed, Kishoreganj SP withdrawn     |     
  • The Taliban Took Everything – Even My Hope     |     
  • Port Sudan: No let-up in drone attacks     |     
  • ৬৪ লাখ টাকা খরচ করেও স্বপ্নই রয়ে গেল ইতালি     |     
  • Stock Market falls 150 points; Is Indo-Pak tension to blame     |     

শীত বাড়তে পারে জানুয়ারির শুরুতে

গ্রীণওয়াচ ডেক্স আবহাওয়া 2023-12-27, 10:04am

16080130151-6a3c15a6be82459b8aeba47c65c69ba51703649949.jpg




দেশে ডিসেম্বরের এই সময়ে শীত পড়ার কথা থাকলেও ভিন্নতা লক্ষ্য করা যাচ্ছে। কয়েক দিনে তাপমাত্রা বেড়েছে।

বুধবার (২৭ ডিসেম্বর) দেশে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। আর জানুয়ারি মাসের শুরুতে বাড়তে পারে শীত।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রা কিছুটা কমার পর তা আবারও বাড়তে পারে। তবে দেশের বেশির ভাগ এলাকায় তাপমাত্রা খুব বেশি কমার সম্ভাবনা নেই। এ ছাড়া কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকবে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ গতকাল বলেন, এখনও শীত নামেনি। তবে জানুয়ারি মাসের শুরুতে শীত বাড়তে পারে।

তিনি বলেন, আগামী ২৯-৩০ ডিসেম্বরের দিকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। জানুয়ারিতে শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে।

গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।