News update
  • Go live together Friday, we stand united: Prof Yunus urges media      |     
  • Bodies of three Bangladeshis killed in India's Tripura handed over     |     
  • Khaleda, Tarique invited to July Charter signing ceremony     |     
  • Climate adaptation could unlock millions of jobs, growth in BD     |     
  • UN Rights Chief Welcomes Bangladesh's Abuse Prosecutions     |     

ঘূর্ণিঝড় রেমাল উপকূলে আঘাত হানার শঙ্কা

গ্রীণওয়াচ ডেস্ক আবহাওয়া 2024-05-25, 6:26am

img_20240524_073114-d75eb7d2e045e3f8a0617a9acb5a33471716596801.jpg




ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশ উপকূলে আঘাত হানার আশঙ্কা প্রকাশ করেছে পানি উন্নয়ন বোর্ড।

শুক্রবার (২৪ মে) রাতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের জনসংযোগ পরিদপ্তরের পরিচালক মোস্তফা খানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশ উপকূলে আঘাত হানার আশঙ্কার পরিপ্রেক্ষিতে পানি ভবনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের কন্ট্রোল রুম খোলা হয়েছে।

কন্ট্রোল রুমে যোগাযোগের নাম্বারঃ ০২২২২২৩০০৭০, ০১৭৬৫৪০৫৫৭৬, ০১৫৫ ৯৭২৮১৫৮

এদিকে আবহাওয়া বিভাগের সতর্কবার্তায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একইসাথে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থান করা মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এসব নৌকা ও ট্রলারকে গভীর সাগরে বিচরণ না করতেও বলা হয়েছে। এনটিভি নিউজ।