News update
  • Arab-Islamic Summit Warns Israel Attacks Threaten Ties     |     
  • South-South Cooperation: Building Innovation and Solidarity     |     
  • Consensus must; polls to be a grand festival: Prof Yunus     |     
  • Salahuddin sees security risks if polls miss February deadline     |     
  • Qatar denounces Israel before major summit over Doha attack      |     

বাবার মাংসের টুকরোকেই জানাজা পড়াতে চাই : ডরিন

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2024-05-25, 6:24am

jhinaidah_news_pic-baa6844c992d05bd52356e045222de881716596686.jpg




‘আমার বাবার লাশের টুকরোকেই বাবা মনে করে জানাজা পড়াতে চাই’ এমন আকুল আকুতি ব্যক্ত করেছেন ভারতে নিহত সংসদ সদস্য আনারুল আজিম আনারের মেয়ে ডরিন।

শুক্রবার (২৪ মে) বিকেল ৪টায় কালীগঞ্জ উপজেলা শহরের বাসস্ট্যান্ডে এক মানববন্ধনে যোগ দিয়ে ডরিন এই আকুতি ব্যক্ত করেন।

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের নিহত সংসদ সদস্য আনার হত্যার সুষ্ঠু বিচার ও পরিকল্পনাকারীদের আটকসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় ঝিনাইদহ-যশোর মহাসড়ক কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় কান্নায় ভেঙে পড়েন ডরিন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বাবা হারানোর ব্যথা-কষ্ট বুঝেন, তিনি আমার বাবা হারানোর বেদনা বুঝবেন। তাঁর বাবার হত্যার বিচার করেছেন, আমার বাবা হত্যার বিচারও করবেন। হত্যার পরিকল্পনাকারীদের ধরার পরই জানা যাবে কী জন্য এত বড় অপকর্মটি ঘটাল তারা। এর বিচার অবশ্যই হবে।’

ডরিন আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। আমরা আইনের আশ্রয় নিব। প্রধানমন্ত্রী আছেন, আওয়ামী লীগের দলীয় সর্বোচ্চ অভিভাবকরা আছেন, তাঁরা আমাদের পরামর্শ দিবেন এবং তাঁরা অবশ্যই তাঁদের দলীয় এমপি হত্যার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবেন। কালীগঞ্জের মানুষের সুখে-দুঃখে যিনি সবসময় পাশে থেকেছেন সেই মানুষটি হত্যার বিচার আমরা চাই। আমরা কোনো বিচ্ছৃঙ্খলা করতে চাই না’ বলেও স্পষ্ট করেন ডরিন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ।

এ সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শিবলী নোমানী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মতি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল হোসেন, দলীয় নেতাকর্মীসহ শত শত সাধারণ মানুষ। তথ্য সূত্র এনটিভি নিউজ।