দ্রুতই নামছে তাপমাত্রার পারদ। অগ্রহায়ণের দ্বিতীয় দিনে দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৩ ডিগ্রির ঘরে। আগামী কয়েকদিনেও তাপমাত্রা কমতির দিকেই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। একইসঙ্গে দেখা মিলবে মাঝারি থেকে ঘনকুয়াশার।
আগামী কয়েকদিনে উত্তরে দেখা মিলবে ঘনকুয়াশার। ফাইল ছবি
রোববার (১৭ নভেম্বর) রাতে ৭২ ঘণ্টার জন্য দেয়া আবহাওয়া বার্তায় এমন সব তথ্য মিলেছে।
এতে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এ অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত।
এ সময় শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে মাঝারি থেকে ঘনকুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশার দেখা মিলতে পারে।
পরবর্তী ৪৮ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে। আর শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে মাঝারি থেকে ঘনকুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
বর্ধিত পাঁচ দিনেও একই অবস্থা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
এদিকে সবশেষ ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীর বদলগাছীতে। ১৩.৮ ড্রিগ্রি সেলসিয়াসে নেমেছে সেখানকার তাপমাত্রা। আগামী কয়েকদিনে তা আরও নামতে পারে। আরটিভি নিউজ।