News update
  • Logi-boitha of 2006 was the 1st reflection of Hasina’s fascism: Rizvi     |     
  • Economists express concern over bank merger; BB remains confident     |     
  • No response on request for Hasina’s extradition: Touhid Hossain     |     
  • Deep relations with US, economic ties with China: Touhid     |     
  • Recommendations on July Charter implementation submitted to CA     |     

অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানল ঘূর্ণিঝড় মোন্থা

গ্রীণওয়াচ ডেস্ক আবহাওয়া 2025-10-28, 9:22pm

5bdaa37264517ab9b3df0800ea0d073ca30604a631426615-62c447079d30cf98dcf07547c3fe33d81761664979.jpg




বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোন্থা ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার বাতাসের গতিবেগ নিয়ে অন্ধ্রপ্রদেশের উপকূলে আঘাত হানতে শুরু করেছে।

ভারতের আবহাওয়া বিভাগের (আইএমডি) সর্বশেষ তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় রাত ৮টার দিকে অন্ধ্রপ্রদেশের উপকূলে আঘাত হানা শুরু হয়েছে।

আইএমডি জানিয়েছে, ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে এবং আগামী ৩-৪ ঘণ্টার মধ্যে কাকিনাড়ার আশেপাশে মাছিলিপত্তনম ও কলিঙ্গপত্তনমের মধ্যে অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করবে এবং প্রবল ঘূর্ণিঝড় হিসেবে আছড়ে পড়বে। এটি ঘণ্টায় সর্বোচ্চ ৯০-১০০ কিলোমিটার বেগে বাতাসের গতিবেগ নিয়ে আঘাত হানবে।

মোন্থার প্রভাবে অন্ধ্রপ্রদেশের ৩৯টি সংসদীয় আসন এলাকায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় মন্ত্রী, সাংসদ ও বিধায়কদের ক্ষতিগ্রস্তদের সহায়তা নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু।

আইএমডি সতর্ক করে বলেছে, ঘূর্ণিঝড়ের কারণে নিম্ন এলাকায় ধান ও সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। যতটা সম্ভব ক্ষেত থেকে অতিরিক্ত পানি সরিয়ে নিতে কৃষকদের পরামর্শ দেয়া হয়েছে।

আবহাওয়া সংক্রান্ত বুলেটিনের বিষয়ে আপডেট থাকার এবং নিরাপত্তার জন্য প্রশাসনের জারি করা পরামর্শ অনুসরণ করার জন্য উপকূলীয় এলাকার বাসিন্দাদের অনুরোধ করা হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড় মোন্থার প্রভাব মোকাবিলায় একাধিক পদক্ষেপ নিয়েছে স্থানীয় রাজ্য প্রশাসন। এরইমধ্যে উপকূলীয় অঞ্চলের কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। একইসঙ্গে প্রতিকূল আবহাওয়ার কারণে অন্তত চারটি রাজ্যে আগামী কয়েকদিন স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।

ভারতের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ২৮ অক্টোবর থেকে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। পরিস্থিতি মোকাবিলয়ায় অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তেলেঙ্গানা ও তামিলনাড়ু রাজ্যের একাধিক স্কুল ছুটি ঘোষণা করা হয়েছে।