News update
  • Logi-boitha of 2006 was the 1st reflection of Hasina’s fascism: Rizvi     |     
  • Economists express concern over bank merger; BB remains confident     |     
  • No response on request for Hasina’s extradition: Touhid Hossain     |     
  • Deep relations with US, economic ties with China: Touhid     |     
  • Recommendations on July Charter implementation submitted to CA     |     

২৫০ আসনে গ্রিন সিগন্যাল দিতে যাচ্ছে বিএনপি, রয়েছে কঠোর বার্তাও

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-10-28, 9:25pm

a6021f0aeacf86702d093426b39bf8c497d0c6a0220f2b5b-c89da7d455eb197227ef415437ef1aec1761665128.jpg




দুই থেকে তিন দিনের মধ্যেই ২৫০টি আসনে দল মনোনীত প্রার্থীদের গ্রিন সিগন্যাল দিতে যাচ্ছে বিএনপির হাইকমান্ড। মাঠ দখলে রাখতে অধিকাংশ আসনে প্রার্থী চূড়ান্ত করতেই এ উদ্যোগ বলে জানিয়েছেন বিএনপি নেতারা।

দেশের ৮টি বিভাগের ৩০০ আসনের বিপরীতে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে কয়েক দিনের সাক্ষাৎকার অনুষ্ঠান শেষ হয় সোমবার (২৭ অক্টোবর) রাতে। দলের হাইকমান্ডারে সঙ্গে মতবিনিময় করেন সম্ভব্য প্রার্থীরা। শীর্ষ পর্যায় থেকে আসে নির্দেশনাও। ঐক্যবদ্ধ থাকলে যোগ্যদের মূল্যায়ন করার প্রতিশ্রুতিও ছিল দলটির শীর্ষ নেতাদের।

ঐক্য ধরে রেখে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে নেতাকর্মীদের কঠোর বার্তাও দিয়েছে দলটির শীর্ষ নেতারা। দলের সিদ্ধান্তের বাইরে কেউ গেলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়ে হাইকমান্ড বলছে, ঐক্য বিনষ্ট হলে সংকটে পড়বে দল।

দলের চেয়ারপারস বেগম জিয়ার ত্যাগকে অনুপ্রেরণা হিসেবে কাজে লাগাতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছে বিএনপির নীতিনির্ধারণী ফোরাম।

আর মনোয়ন প্রত্যাশীরা জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা একটি, ঐক্য ধরে রাখতে হবে প্রত্যেক কর্মীকে। প্রতিটি মানুষের কাছে ধানের শীষের ইমেজ ধরে রাখতে কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। অনেক যোগ্য প্রার্থী থাকলেও আগামী দিনে যাকে নোমিনেশন দেয়া হবে, সবাইকে তার পক্ষে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে।

বিএনপির নীতি নির্ধারণী ফোরামের সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বিভেদ ঠেকানো এবং সতন্ত্র প্রার্থী যেনো কেউ না হয়, সেই বিষয়গুলো নিয়েই হাইকমান্ড বৈঠক করেছেন সম্ভব্য প্রার্থীদের নিয়ে।

চলতি মাসেই মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ২০০ থেকে ২৫০ জনকে সবুজ সংকেত দেয়া হবে বলে জানান হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, মাঠ দখলে রাখতে অধিকাংশ আসনে প্রার্থী চূড়ান্ত করছে বিএনপি।