News update
  • Gaza hospital says 20 killed in Israeli strike on Nuseirat     |     
  • Officials warned against negligence in OMS food distribution     |     
  • Dhaka’s air quality 2nd worst in the world this morning     |     
  • Eleven missing after South African trawler sinks     |     
  • 800,000 have fled fierce fighting in Rafah, UN says     |     

কুয়েতের প্রতি বাংলাদেশী চিকিৎসাকর্মীদের নিয়োগ দিতে পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান

গ্রীণওয়াচ ডেস্ক ইন্টারভিউ 2022-06-15, 7:45am

img_20220615_074537-2df988c210595a582d02f1f36445e0fa1655257558.jpg




পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বাংলাদেশ থেকে নার্স ও মেডিকেল টেকনিশিয়ানসহ আরো বেশি সংখ্যক চিকিৎসাকর্মীদের নিয়োগ দিতে আজ কুয়েতের প্রতি আহ্বান জানিয়েছেন। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে নিযুক্ত কুয়েতের বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী আব্দেল মোহাম্মদ এ এইচ হায়াৎ আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার সাথে এক সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।

বৈঠককালে, ড. মোমেন করোনা মহামারিকালে প্রবাসী বাংলাদেশীদের বিনামূল্যে ভ্যাকসিন ও চিকিৎসা প্রদানের জন্য কুয়েত সরকারকে ধন্যবাদ জানান। রোহিঙ্গাদের প্রতি মানবিক সহায়তা বাড়িয়ে দেয়ার জন্যও তিনি কুয়েত সরকারকে ধন্যবাদ জানান। পররাষ্ট্রমন্ত্রী জনশক্তি, ব্যবসা-বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানী খাতে বাংলাদেশ ও কুয়েতের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বাংলাদেশ ও কুয়েতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করতে রাষ্ট্রদূতের কঠোর পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন।

রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন যে, আগামী দিনগুলোতে দু’দেশের পারস্পারিক স্বার্থে অর্থনৈতিক সহযোগিতা আরো জোরদার হবে। তথ্য সূত্র বাসস।