News update
  • A Day of People-Centered Food System Storytelling!     |     
  • No evidence of postal ballot irregularities found: EC Sanaullah     |     
  • Bangladesh Bank injects Tk 9,178 crore to ease liquidity strain     |     
  • No LPG Shortage Expected During Ramadan: BERC Chairman     |     

উত্তর কোরিয়ার উপর চাপ বৃদ্ধি করতে বাইডেনকে অনুরোধ করলেন সেনেটররা

গ্রীণওয়াচ ডেস্ক কুটনীতি 2022-09-26, 8:07am




ইউক্রেনে রাশিয়ার যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যকার ক্রমবর্ধমান সহযোগিতা বিষয়ে দুইজন রিপাবলিকান সেনেটর বাইডেন প্রশাসনের কাছে তাদের উদ্বেগ প্রকাশ করেছেন।

বৃহস্পতিবারের তারিখ সম্বলিত চিঠিতে সেনেটর মার্কো রুবিও ও বিল হ্যাগার্টি বলেন, “আমরা এমন সংবাদ প্রতিবেদনে চিন্তিত যে, রাশিয়া ও উত্তর কোরিয়া তাদের সম্পর্ক জোরদার করছে যা ইউক্রেনে [রাশিয়ার প্রেসিডেন্ট] ভ্লাদিমির পুতিনের অন্যায় ও অপ্ররোচিত আক্রমণটিতে সহায়তা করবে।”

রুবিও এবং হ্যাগার্টি “কিম শাসকগোষ্ঠীর উপর চাপ বৃদ্ধি করতে কংগ্রেস ও বহুপাক্ষিক নিষেধাজ্ঞাগুলো পুরোপুরি বাস্তবায়নের” জন্য বাইডেন প্রশাসনকে অনুরোধ করেন।

ঐ সেনেটররা বৃহস্পতিবার চিঠিটি পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন-কে পাঠান। রুবিও গোয়েন্দা তথ্য বিষয়ক সিনেট সিলেক্ট কমিটির সহ-সভাপতি ও পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির সিনিয়র সদস্য। হ্যাগার্টি সিনেট ব্যাংকিং কমিটি ও পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য।

সেনেটরদের চিঠির জবাবে, পররাষ্ট্র মন্ত্রকের এক মুখপাত্র ভিওএ কোরিয়ান সার্ভিসকে শনিবার বলেন যে, “আন্তর্জাতিক সম্প্রদায়ের ডিপিআরকে-র প্রতি এমন কড়া, ঐক্যবদ্ধ বার্তা পাঠানো গুরুত্বপূর্ণ যে, ডিপিআরকে-কে অবশ্যই তাদের অবৈধ কর্মকাণ্ড বন্ধ করতে হবে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজ্যুলেশনগুলোর বাধ্যবাধকতা মেনে চলতে হবে, এবং যুক্তরাষ্ট্রের সাথে গুরুতর ও লাগাতার আলোচনায় নিযুক্ত হতে হবে।”

উত্তর কোরিয়ার আনুষ্ঠানিক নাম হল ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া (ডিপিআরকে)।

ভিওএ’র কোরিয়ান সার্ভিস নিউইয়র্কে উত্তর কোরিয়ার জাতিসংঘ মিশনটিতে সেনেটরদের চিঠির বিষয়ে মন্তব্যের অনুরোধ জানিয়ে যোগাযোগ করলেও তাতে কোন সাড়া পায়নি। ভিওএ কোরিয়ান সার্ভিস ওয়াশিংটনে রাশিয়ার দূতাবাস ও ‍নিউইয়র্কে তাদের জাতিসংঘ মিশনে যোগাযোগ করলেও তার কোন জবাব পায়নি। তথ্য সূত্র আরটিভি নিউজ।