News update
  • 2 Landmark Ordinances Passed to Strengthen Forest & Wildlife Protection      |     
  • Zubaida Rahman heading to Dhaka to join Khaleda Zia’s UK flight     |     
  • Israeli Assault Has Plunged Gaza Into Worst Economic Collapse     |     
  • Woman sent to jail on charges of killing 8 puppies in Pabna     |     
  • UN Assembly Urges Decisive Action to Resolve Israel-Palestine Conflict     |     

ব্রিটিশ পার্লামেন্টে বেগম জিয়াকে স্মরণ

গ্রীণওয়াচ ডেস্ক কুটনীতি 2025-12-05, 8:38am

9047c05edbe156eea44a8173a3f3b5b67f98a56d19de2e88-3b7b5a3bbf486c5bcb04c14513bb6b491764902314.jpg




বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে ব্রিটিশ পার্লামেন্টে। স্থানীয় সময় বুধবার (৩ ডিসেম্বর) লন্ডনের হাউস অব লর্ডসে আয়োজিত এক আন্তর্জাতিক সেমিনারে খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকা ও অবদান তুলে ধরা হয়।

‘তারেক রহমানের নীতি ও রাজনীতি: সমকালীন বাংলাদেশ’ শীর্ষক এই সেমিনারে যুক্তরাজ্যের সংসদ সদস্য, লর্ডস, আন্তর্জাতিক রাজনীতিবিদ, গবেষক, সাংবাদিকসহ বিভিন্ন দেশের উল্লেখযোগ্য ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানটির আয়োজন করে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন ভয়েস ফর বাংলাদেশ ইউকে।

সেমিনারে বক্তারা বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব এবং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভয়েস ফর বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং আই'অন টিভির সিইও আতাউল্যাহ ফারুক। সভাপতিত্ব করেন হাউস অব লর্ডসের সিনিয়র সদস্য লর্ড হোসাইন।

প্যানেল আলোচনায় ছিলেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার সাবেক প্রধান আব্বাস ফয়েজ, ব্রিটিশ এমপি অ্যালেক্স বারোস-কার্টিস এবং আন্তর্জাতিক আইনজীবী রায়ান উইলিয়ামস। বক্তব্য দেন সাবেক ব্রিটিশ এমপি সাইমন ডানজাক, এমপি পল ও’, এবং ব্রিটিশ রাজনৈতিক ব্যক্তিত্ব জুলিয়ান গ্যালান্ট।

এছাড়া আলোচনায় অংশ নেন বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিক মাহিদুর রহমান এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইমুল মুজিব রহমান।