News update
  • Enforced Disappearances Commission gets 3.5 months more time     |     
  • July protest raid: JU expels 289 pupils, suspends 9 teachers      |     
  • Govt lowers import duties on fruits for Ramadan     |     
  • Israel Strikes Gaza, Rescuers Report 121 Killed     |     
  • Online train tickets vanish in blink in black market fiasco     |     

কলাপাড়ায় প্রতারণায় ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক তরমুজ চাষীর মানববন্ধন

কৃষি 2023-03-23, 9:56pm

kalapara-watermelon-farmers-staged-a-human-chain-to-protest-alleged-deception-by-a-company-9153e96c22d10ccef34dd00abb5e25a31679586989.jpg

Kalapara watermelon farmers staged a human chain to protest alleged deception by a company.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় স্থানীয় ডিলারের কাছ থেকে সিনজেনটা কোম্পানির ড্রাগন তরমুজ বীজ কিনে ব্যপক ক্ষতিগ্রস্ত হয়ে মানববন্ধন করেছে ভুক্তভোগী চাষিরা।

আজ বৃহষ্পতিবার (২৩ মার্চ) সকালে উপজেলার ধানখালী ইউপি' লোন্দা গ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভুক্তভোগী কৃষক পরিবারের শতাধিক নারী পুরুষ শিশুরা অংশ গ্রহন করে।

কৃষকরা জানান, স্থানীয় সিনজেনটা ডিলারের মাধ্যমে হাজার টাকা করে ড্রাগন জাতের বীজ প্যাকেজ ক্রয় করে ক্ষেতে বপন করেছে প্রায় অর্ধশতাধিক তরমুজ চাষি। সইনজএনটআর ড্রাগন বীজ বপন করেও কৃষকের ক্ষেতে ছোট জাতের তরমুজের ফলন হয়েছে। যা বাজারজাত করতে পারেনি কৃষকরা। ফলে তরমুজ চাষীদের প্রায় অর্ধকোটি টাকার লোকসান হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।  - গোফরান পলাশ