News update
  • Light morning rain in parts of Dhaka brings some relief     |     
  • “AI tool capable of classifying brain tumors within hours”     |     
  • Dhaka’s air quality ‘moderate’ Saturday morning     |     
  • World court opens hearings on request to halt Rafah incursion     |     
  • US sanctions against RAB will stay: State Department     |     

ইউক্রেনে সহায়তা পৌঁছাতে জরুরি অনুদান দিচ্ছে জাপান

গ্রীণওয়াচ ডেস্ক কৌশলগত 2022-05-29, 8:00am

20220528_03_1119643_l-5614afec95c613674798eebed17c4af51653789651.jpg




ইউক্রেনে ত্রাণ সরবরাহ পরিবহনের জন্য প্রায় ১৭ লক্ষ ডলারের সমপরিমাণ জরুরি অনুদান প্রদানের কথা জানিয়েছে জাপান।

রুশ আগ্রাসনের কারণে আরও বেশি মানবিক সহায়তা প্রেরণের জন্য ক্রমবর্ধমান আহ্বানের মাঝে গতকাল শুক্রবার সরকার এই সিদ্ধান্ত নেয়।

উল্লেখ্য, পরিবহন ব্যয়ের মত বিষয়গুলোর কারণে ইউক্রেনে চিকিৎসা সরঞ্জামাদির সরবরাহ হ্রাস পাচ্ছে বলে জানা গেছে।

জাপান সরকারের কর্মকর্তাদের ভাষ্যানুযায়ী, এই সহায়তা জাতিসংঘের প্রকল্প পরিষেবা দপ্তরের মাধ্যমে পাঠানো হবে।

পররাষ্ট্রমন্ত্রী হায়াশি ইয়োশিমাসা বলেছেন, ইউক্রেনের জনগণকে সহায়তা দিতে জাপান বিশ্ব সম্প্রদায়ের সাথে কাজ চালিয়ে যাবে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার আনুমানিক হিসাব অনুযায়ী, রুশ আগ্রাসনের কারণে অভ্যন্তরীণভাবে ৮০ লক্ষেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তথ্য সূত্র এনএইচকে ওয়াল্ড বাংলা।