বেলারুশের প্রেসিডেন্ট অ্যালেক্সান্দার লুকাশেংকো বলেছেন, তার দেশ নিজেদের ভূখণ্ডের মধ্য দিয়ে বাল্টিক সাগরের বন্দরগুলোতে ইউক্রেনীয় শস্য পরিবহনের জন্য প্রস্তুত রয়েছে।
দেশটির প্রেসিডেন্টের দপ্তর শুক্রবার ঘোষণা দেয় যে, লুকাশেংকো ঐ দিন এর আগে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিয় গুতেরেসের কাছে টেলিফোনে এই প্রস্তাব দেন।
উল্লেখ্য, রুশ আগ্রাসনের কারণে দেশটির দক্ষিণের কৃষ্ণ সাগরের বন্দরগুলোতে ইউক্রেনের গম রপ্তানি বন্ধ রয়েছে।
প্রেসিডেন্টের দপ্তরের ভাষ্যানুযায়ী, এ সমস্যার সমাধানে লুকাশেংকো বেলারুশ, ইউক্রেন এবং বাল্টিক দেশগুলোর মধ্যে আলোচনার আহ্বান জানিয়েছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন যে, ইউক্রেনীয় শস্য পরিবহনের শর্ত হিসেবে বেলারুশের পণ্যের জন্য জার্মানি, পোল্যান্ড, বাল্টিক দেশগুলো এবং রাশিয়ার বাল্টিক বন্দরগুলো খোলা রাখা উচিত।
উল্লেখ্য, রাশিয়ার মিত্র দেশ হিসেবে বেলারুশ পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে পড়েছে। এর মধ্যে দেশটির প্রধান পণ্য সার রপ্তানির উপর নিষেধাজ্ঞাও অন্তর্ভুক্ত রয়েছে। তথ্য সূত্র এনএইচকে ওয়াল্ড বাংলা।