News update
  • Dams in Chenab Basin and Climate Change: Need to Exercise Caution     |     
  • Dr. Yunus for body to ensure fair price of animals, rawhides     |     
  • Bus workers go on indefinite strike in Bhola     |     
  • CA Urges Formation of Body to Ensure Fair Rawhide Prices     |     

চীনকে শক্তিশালী প্রযুক্তি ও শিল্পে পরিণত করা হয়েছে : শি জিনপিং

গ্রীণওয়াচ ডেস্ক কৌশলগত 2022-10-16, 2:58pm

image-62365-1665909451-73c1d6f2c2fd6fb14a9977acba33f4961665910705.jpg




চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রোববার চীনের কমিউনিস্ট পার্টির ২০তম কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন, জনগণের উপর নির্ভর করে চীন কর্তৃপক্ষ দেশটিকে একটি শক্তিশালী প্রযুক্তি এবং শিল্প শক্তিতে পরিণত করছে ।

প্রেসিডেন্ট বলেন, ‘আমরা একটি নতুন ধরনের শিল্পায়ন বাস্তবায়ন করছি এবং ত্বরিত গতিতে একটি শক্তিশালী দেশে পরিণত করার চেষ্টা করছি , যা নিবিড়ভাবে বিকশিত হচ্ছে এবং মহাকাশ ও পরিবহন ক্ষেত্রে, নেটওয়ার্ক এবং ডিজিটাল প্রযুক্তির ক্ষেত্রে প্রবল সম্ভাবনা রয়েছে।’ .

শি জিনপিং বলেন, দেশের নেতারা কৃষি এলাকার ব্যাপক উন্নয়ন কৌশলের প্রতি কম মনোযোগ দেন না। বেইজিং ‘খাদ্য নিরাপত্তার সমর্থনে শক্তিশালী ভিত্তি তৈরি করতে চায়।’ 

তিনি বলেন, চীন সরকার একটি নেতৃস্থানীয় বাণিজ্য শক্তি হিসাবে দেশের গতিশীল শক্তিশালীকরণের উপর দৃষ্টি নিবদ্ধ করে নীতি অনুসরণ করছে। 

প্রেসিডেন্ট বলেন, বেইজিং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পে সহায়তা প্রদান করে এবং বিশ্ব অর্থনীতির টেকসই উন্নয়নকে সক্রিয়ভাবে সমর্থন করে। তথ্য সূত্র বাসস।