News update
  • St Martin’s reopens, but no ships sail as overnight stays banned     |     
  • Chief Adviser directs armed forces to prepare for election security     |     
  • After rain ‘Moderate’ air quality recorded in Dhaka on Sunday     |     
  • Dealers blamed for artificial fertiliser shortage in Rangpur     |     
  • At Least 50 Dead as Caribbean Recovers from Hurricane Melissa     |     

কলাপাড়ায় ১২০ জন আদিবাসী শিক্ষার্থী পেল উপবৃত্তি, ২০টি বাইসাইকেল

ক্যাম্পাস 2023-01-02, 8:16pm

a-tribal-student-receiving-stipend-in-kapalara-on-sunday-c24d48489e3059e2f79f2f8d5b9834f51672668969.jpg

A tribal student receiving stipend in Kapalara on Sunday



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় আদিবাসী রাখাইন সম্প্রদায়ের  ১২০ শিক্ষার্থীর মাঝে উপবৃত্তির নগদ অর্থ, ২০টি বাইসাইকেল ও অসচ্ছল পরিবারের মাঝে ৪০ টি তাঁত বুনন যন্ত্র বিতরণ করা হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে কলাপাড়া উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও পটুয়াখালী-৪ আসনের সাংসদ অধ্যক্ষ মোঃ মহিব্বুর রহমান রাখাইন শিক্ষার্থী ও পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর এ উপহার সামগ্রী বিতরণ করেন। 

কলাপাড়া ইউএনও শংকর চন্দ্র বৈদ্য'র সভাপতিত্বে প্রধানমন্ত্রী কার্যালয়ের আওতাধীন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচীর আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী (রাখাইনদের) এই উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, ওসি  মোঃ জসিম, বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ পটুয়াখালী ও বরগুনা জেলার সভাপতি নিউ নিউ গেইন, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ হুমায়ুন কবির প্রমূখ।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, প্রাথমিক স্তরের ৮০ জন আদিবাসী রাখাইন শিক্ষার্থী বছরে পাবে ২৪০০ টাকা, মাধ্যমিক স্তরের ৪০ শিক্ষার্থী পাবে বছরে ৬০০০ টাকা এবং উচ্চ মাধ্যমিক স্তরের বিশেষ শিক্ষার্থী পাবে বছরে ৯৬০০ টাকা। ৪০ পরিবারের জন্য চায়না তৈরি মূল্যবান অটো তাঁত বুনন যন্ত্র বিতরণ করা হয়েছে। - গোফরান পলাশ