News update
  • BNP Opposes Reforms to Constitution’s Core Principles      |     
  • Time to Repair Bangladesh–Pakistan Ties     |     
  • Dhaka’s air quality recorded ‘unhealthy’ Friday morning     |     
  • Dr Yunus proved impact of innovative economics: Peking Varsity Prof     |     
  • Alongside conflict, an info war is still happening in Gaza     |     

ঢাবির নতুন উপউপাচার্য সীতেশ চন্দ্র বাছার

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2024-01-25, 3:57pm

fgshgfjj-9d9d794666a97efab6c8bc1dd460725f1706176638.jpeg




ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপউপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করেছে।

মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব শতরূপা তালুকদার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, উপউপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ হবে যোগ দেওয়ার তারিখ থেকে চার বছর। নতুন পদে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।

সীতেশ চন্দ্র সব সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান এবং বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন নির্ধারিত ক্ষমতা প্রয়োগ করবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৯তম উপাচার্য হিসেবে গত ৪ নভেম্বর উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকে উপ-উপাচার্য (শিক্ষা) পদটি খালি ছিল।

আওয়ামী লীগ সমর্থক শিক্ষকদের সংগঠন নীল দলের আহ্বায়ক সীতেশ চন্দ্র বাছার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ থেকে ১৯৮৬ সালে স্নাতক এবং ১৯৮৮ সালে স্নাতকোত্তর পাস করেন। ১৯৯৬ সালে ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে পিএইচডি করেন। এরপর ১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার। তথ্য সূত্র আরটিভি নিউজ।