উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতি বৃষ্টিতে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলোতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যা সবচেয়ে ভয়ংকর রূপ ধারণ করেছে ফেনীতে। এছাড়া চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি এবং কক্সবাজার জেলা বন্যাকবলিত হয়েছে। এসব জেলাগুলোতে বন্যায় এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। এমন পরিস্থিতিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য-সহায়তা প্রদানের জন্য একটি ত্রাণ তহবিল গঠন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
শুক্রবার (২৩ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়, বন্যার্তদের পাশে আমরা। আগস্টে ভয়াবহ বন্যা দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে আঘাত হেনেছে, যেখানে অসংখ্য মানুষ চরম বিপদে আছে। আমাদের ভাই-বোনেরা কষ্টে আছেন। সেই সব অঞ্চলের লাখ লাখ মানুষ এখন পানিবন্দি। বিশুদ্ধ খাবার পানিসহ সবকিছুই ক্রমশ ফুরিয়ে আসছে।
এ অবস্থায় আমরা বন্যাপীড়িত মানুষদের পাশে দাঁড়াতে পারি। সেই প্রচেষ্টায় আমরা চেষ্টা করব বন্যাকবলিত অঞ্চলগুলোতে শুকনো খাবার, বিশুদ্ধ খাবার পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইনসহ অন্য প্রয়োজনীয় ত্রাণ সহায়তা পৌঁছানোর। কিন্তু এ কাজ আমাদের একার পক্ষে সম্ভব নয়, তাই আপনাদের সহায়তা প্রয়োজন। সামর্থ্য অনুযায়ী সাহায্য প্রদানের মাধ্যমে আমাদের এই প্রচেষ্টায় যুক্ত হতে পারেন আপনিও।
ডোনেশন পাঠানোর মাধ্যম:
নগদ/বিকাশ: 01774307770–Send Money
রকেট: 017743077708
রেফারেন্স: flood
সাহায্য পাঠানোর পর কনফারমেশনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজের কমেন্ট বক্সে অথবা মেসেঞ্জারে জানাতে বা জানতে পারবেন। আরটিভি